পারিশ্রমিক বাড়িয়েছেন শাহিদ

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ১১ জুলাই ২০১৯, ১০:০৬
অ- অ+

সাফল্যের জোয়ারে ভাসছেন বলিউড তারকা শাহিদ কাপুর। নানা সমালোচনার মধ্যেও তার অভিনীত ‘কবীর সিং’ দারুণভাবে দর্শকের মনে দাগ কেটেছে। তাই শাহিদ এখন ক্লাউড নাইনে! অন্তত এমনটাই মনে করছেন তার ভক্তরা। ‘কবীর সিং’ মুক্তি পেয়েছে কিছুদিন হল। বক্স অফিসে ইতোমধ্যে ২৫০ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। সেখানে ব্যাপক প্রশংসিত হয়েছে নায়কের অভিনয়।

এমন সাফল্যের পরই নাকি নিজের পারিশ্রমিক বেশ কিছুটা বাড়িয়ে দিয়েছেন শাহিদ। বলিউড সূত্রে খবর, এতদিন পর্যন্ত প্রতি ছবির জন্য তিনি ৩০ কোটি টাকা পারিশ্রমিক নিতেন। ‘কবীর সিং’-এর সাফল্যের পর তা নাকি এক ধাক্কায় পাঁচ কোটি টাকা বাড়িয়ে দিয়েছেন নায়ক। অর্থাৎ শাহিদের এখনকার পারিশ্রমিক ৩৫ কোটি টাকা। পারিশ্রমিকের বিচারে তিনি এখন প্রথম সারিতে রয়েছেন।

বলিউড ইন্ডাস্ট্রিতে বর্তমানে সালমান খানের পারিশ্রমিক সবচেয়ে বেশি। ছবি প্রতি ৬০ কোটি টাকা নেন ভাইজান। অন্যদিকে অক্ষয় কুমার, শাহরুখ খান, আমির খান ও হৃত্বিক রোশনের মতো তারকারা প্রতি ছবির জন্য ৩০ থেকে ৪০ কোটি টাকা পারিশ্রমিক নেন। এই তালিকায় রণবীর কাপুরের নামও রয়েছে।

ঢাকাটাইমস/১১ জুলাই/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
লাশ নিয়ে যাওয়ার পথে প্রাণ গেল দুজনের
ক্ষমতাকে নিজেদের করে রাখতে নির্বাচনকে পেছানোর পাঁয়তারা করছে একটি দল: নীরব
তিন ম্যাচ জিতে এশিয়া কাপে বাংলাদেশ
শেরপুর সীমান্তে বন্যহাতির মৃতদেহ উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা