দুর্নীতি রুখতে এক্সপার্ট নিয়োগ দেয়া হবে: দুদক

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ জুলাই ২০১৯, ১৯:১২
অ- অ+

কুষ্টিয়ায় দুর্র্নীতি দমন কমিশন দুদকের কমিশনার এএফএম আমিনুল ইসলাম বলেছেন, ‘দুদকের বিস্তৃত কর্মক্ষেত্রে সব ধরনের দুর্নীতি রুখতে সংশ্লিষ্ট বিষয়ভিত্তিক এক্সপার্ট নিয়োগ দেয়া হবে। ইতোমধ্যে দুদক বিভিন্ন কাজের সাথে সম্পৃক্ত হয়েছে।’

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া চৌড়হাস এলাকায় বর্ণাঢ্য আয়োজনে নবনির্মিত দুদক ভবন উদ্বোধনকালে কমিশনার সাংবাদকিদের এসব কথা বলেন।

আমিনুল ইসলাম আরো বলেন, ‘দুদকে এখন নিজেরাই মামলা ফাইলসহ চার্জশিট দেয়া হচ্ছে। নিজস্ব গোয়েন্দা বাহিনী নিয়োগ দেয়া হয়েছে, জেলখানা নির্মাণ করা হয়েছে, নিজস্ব এনফোর্সমেন্ট টিম আছে, তাদের নিরলস কাজের মধ্যদিয়ে ভবিষ্যতে আগামী কয়েক বছরের মধ্যে দুর্নীতি থাকবে না বলে মনে করি।’

তিনি বলেন, ‘দুদক নিজস্ব একটা গবেষণা সেল গঠন করেছেন। দুদকে সব বিষয়ে দক্ষ এক্সপার্টের অভাব আছে, এক্সপেরিয়েন্স অফিসারের অভাব আছে, সীমাবদ্ধতার কারণে দেশের সব জায়গায় এখনও অফিস খুলতে পারেনি। কারণ দুদকে কাজের যে ধরণ সেখানে হঠাৎ করে কাউকে নিয়োগ দিয়েই কাজ করানো সম্ভব নয়। সে কারণে নিয়োগ দেয়ার সাথে সাথে তাদের ট্রেনিং করিয়ে পোস্টিং দেয়ার মাধ্যমে কাজ এগিয়ে যাচ্ছে। এভাবে আগামীতে এক্সপার্টদের নিয়োগ দেয়ার মধ্যদিয়ে সমস্যা কাটিয়ে উঠতে সক্ষম হবে।’

দুদক কমিশনার বলেন, ‘কুষ্টিয়াতে দুদক এতোদিন অন্যের ভাড়া বাসায় কাজ করতে গিয়ে নানা সমস্যার সম্মুখীন হতো। এখন থেকে দুদকের নিজস্ব ভবন উদ্বোধনের মাধ্যমে কর্মকর্তারা স্বাচ্ছন্দ্যে নতুন উদ্যেমে কাজ করবেন বলে দুদক কমিশনার আশাবাদ ব্যক্ত করেন।’

এসময় উপস্থিত ছিলেন- কুষ্টিয়া জেলা প্রশাসক আসলাম হোসেন, পুলিশ সুপার এসএম তানভির আরাফাতসহ দুদকের ঊর্র্ধ্বতন কর্মকর্তা ও টাস্কফোর্স টিমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১১জুলাই/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘ধামাকা শপিং’-এর চেয়ারম্যান এম আলীকে ধরে থানায় দিল জনতা
তারেক রহমানকে শরণখোলা বিএনপির নেতাদের চিঠি, কাউন্সিলে আঞ্জুমান আরার প্রার্থীতা বাতিলের দাবি
সনাতনী জনগণের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দিলেন কাজী আলাউদ্দিন
বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমেই দেশ পুনর্গঠন করতে হবে: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা