ম্যানচেস্টার ইউনাইটেডকে রুখে দিল উলভারহ্যাম্পটন

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ আগস্ট ২০১৯, ০৯:৪৬
অ- অ+

পেনাল্টি থেকে গোল করতে পারেননি পল পগবা। ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের মাঠে হোঁচট খেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।সোমবার রাতে লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।

চেলসিকে ৪-০ গোলে উড়িয়ে দেওয়া ইউনাইটেড শুরুর দিকে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে ২৭তম মিনিটে এগিয়ে যায়। মার্কাস র‌্যাশফোর্ডের পাসে দলের হয়ে সব প্রতিযোগিতা মিলে ৫০তম গোল করেন অঁতনি মার্সিয়াল।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। ৫৫তম মিনিটে পতুর্গিজ মিডফিল্ডার রুবেন নেভেসের বাঁকানো শটে সমতা ফেরে। ৬৭তম মিনিটে ফরাসি মিডফিল্ডার পগবার স্পট কিক ঠেকিয়ে দেন গোলরক্ষক রুই পাত্রিসিও। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে শনিবার বার্নলিকে ২-১ গোলে হারায় আর্সেনাল। সাউথ্যাম্পটনের বিপক্ষে ২-১ গোলে জেতে লিভারপুল। রোমাঞ্চকর লড়াইয়ের পর ২-২ গোলে ড্র করে ম্যানচেস্টার সিটি ও টটেনহ্যাম হটস্পার। রোববার রাতে স্ট্যামফোর্ড ব্রিজে লেস্টার সিটির সঙ্গে ১-১ গোলে ড্র করে চেলসি।

(ঢাকাটাইমস/২০আগস্ট/ডিএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ক্ষমতাকে নিজেদের করে রাখতে নির্বাচনকে পেছানোর পাঁয়তারা করছে একটি দল: নীরব
তিন ম্যাচ জিতে এশিয়া কাপে বাংলাদেশ
শেরপুর সীমান্তে বন্যহাতির মৃতদেহ উদ্ধার
তানভীরের ঘূর্ণিতে জয়ের পথে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা