ছাত্রলীগ সভাপতির গা‌ড়ি‌তে বসা নি‌য়ে মারামা‌রি

ঢা‌বি প্র‌তি‌নি‌ধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৫৬| আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৯, ১৭:০৩
অ- অ+

ছাত্রলীগ সভাপতি রে‌জোয়ানুল হক চৌধুরী শো‌ভেনের ব্য‌ক্তিগত গা‌ড়ি‌তে বসা নি‌য়ে দলটির দুই সহসভাপতি মারামারি করেছেন। এতে দুজনই আহত হয়েছেন। মঙ্গলবার দুপু‌রে ঢাকা বিশ্ব‌বিদ্যাল‌য়ের মধুর ক্যা‌ন্টি‌নে এই ঘটনা ঘ‌টে।

ওই দুই নেতা হলেন বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি তৌহিদুল ইসলাম চৌধুরী জহির এবং সহ-সভাপতি শাহরিয়ার কবির বিদ্যুৎ৷

প্রত্যক্ষদর্শীরা জানান, সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন বেলা ১টার দিকে মধুর ক্যান্টিনের সামনে থেকে গাড়িতে উঠেন৷ একই সঙ্গে তাঁর গাড়ির পেছনের সিটে তৌহিদুল ইসলাম চৌধুরী জহির, সহ-সভাপতি আল নাহিয়ান খান জয়সহ আরও কয়েকজন উঠে বসেন৷ এ সময় সহ-সভাপতি শাহরিয়ার কবির বিদ্যুৎ গাড়ির দরজার সামনে দাঁড়িয়ে থাকেন৷ জায়গা না থাকায় তিনি গাড়িতে উঠতে পারেননি৷ এটা নিয়ে গাড়িতে বসা জহিরের সঙ্গে তার কথা কাটাকাটি হয়৷ এক পর্যায়ে শোভন গাড়িতে থাকা সবাইকে নে‌মে যেতে বলেন৷ তারা নেমে গেলে শোভন গাড়ি নিয়ে একটু এগোলে ওই দুই নেতার মধ্যে হাতাহাতি হয়৷ ঘটনার এক পর্যায়ে শাহরিয়ার কবির বিদ্যুৎ জহিরকে বাঁশ আর ইটের টুকরো দিয়ে আঘাত করলে পাল্টা আঘাত করেন জ‌হির। এতে তারা দুজনই আহত হন৷ খবর পেয়ে সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ঘটনাস্থলে এসে দুই নেতাকে শান্ত করে বিদ্যুত‌কে হাসপাতা‌লে নি‌য়ে যান। প‌রে জ‌হির‌কে নিজ বাসায় নি‌য়ে যান শোভন।

ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে শাহরিয়ার কবির বিদ্যুৎ সাংবাদিকদের বলেন, 'আমাদের মধ্যে আদর্শগত বিষয় নিয়ে ঝামেলা হয়েছে৷ গাড়িতে বসা নিয়ে কোনো মারামারি হয়নি৷'

ছাত্রলীগের এই নেতা বলেন, ‘তৌহিদুল ইসলাম জহির মুক্তিযুদ্ধে চেতনাবিরোধী, বিএনপি-জামায়াত পরিবারের সন্তান এবং শি‌বিরের লোক।’

ত‌বে সাংবা‌দিকরা তার (বিদ্যুৎ) বিরু‌দ্ধেও মাদক ব্যবসার অ‌ভি‌যোগ আছে জানা‌লে তি‌নি কোনো উত্তর দেননি।

এ বিষয়ে জানতে চাইলে সহ-সভাপতি তৌহিদুল ইসলাম চৌধুরী জহির ঢাকাটাইমস‌কে বলেন, 'আমাদের মধ্যে কোনো মারামারির ঘটনা ঘটেনি৷ তিনি (বিদ্যুৎ) কোনো অভিযোগ করে থাকলে সেটা তার ব্যক্তিগত বিষয়৷’ তিনি (জ‌হির) সুস্থ রয়েছেন বলেও দাবি করেন৷

ত‌বে সূত্র জানায়, বিদ্যু‌তের হামলায় বে‌শি আহত হয়েছেন তৌ‌হিদুল ইসলাম চৌধুরী জ‌হির। ত‌বে সভাপ‌তি শোভ‌নের নি‌র্দে‌শে তি‌নি আহত হওয়ার কথা স্বীকার কর‌ছেন না।

এ বিষয়ে জানতে ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনকে একাধিকবার ফোন দেওয়া হ‌লেও তি‌নি ফোন রি‌সিভ ক‌রেননি।

(ঢাকাটাইমস/১০সেপ্টেম্বর/এমআই/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘ধামাকা শপিং’-এর চেয়ারম্যান এম আলীকে ধরে থানায় দিল জনতা
তারেক রহমানকে শরণখোলা বিএনপির নেতাদের চিঠি, কাউন্সিলে আঞ্জুমান আরার প্রার্থীতা বাতিলের দাবি
সনাতনী জনগণের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দিলেন কাজী আলাউদ্দিন
বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমেই দেশ পুনর্গঠন করতে হবে: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা