গোয়েন্দা পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে গণধোলাইয়ের শিকার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৩৩
অ- অ+
প্রতীকী ছবি

গোয়েন্দা পুলিশ পরিচয়ে চাঁদাবাজির সময় এক যুবককে গণধোলাই দিয়েছে জনতা। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর হাজারীবাগ এলাকায় এই ঘটনা ঘটে। ওই যুবকের নাম সুমন হোসেন বলে জানিয়েছে পুলিশ।

হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) কাউছার আলী ঢাকাটাইমসকে বলেন, ‘ওই যুবক হাজারীবাগের কোম্পানি ঘাট ফায়ার সার্ভিসের পেছনে ডিবি পুলিশ পরিচয়ে চাঁদা দাবি করেন। তার চাল-চলনে স্থানীয়দের সন্দেহ হলে জনতা গণধোলাই দেয়। পরে খবর পেয়ে সুমনকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’

আহত সুমনের বাড়ি মুন্সীগঞ্জের লৌহজং থানার মাদারফু গ্রামে। তার বাবার নাম আনোয়ার হোসেন।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া ঢাকাটাইমসকে বলেন, ‘ডিবি পরিচয়ে চাঁদাবাজির সময় সুমন নামে একজনকে সাধারণ জনগণ মারধর করেছে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে থানাহাজতে রাখা হয়েছে।’

ঢাকাটাইমস/১০সেপ্টেম্বর/এসএস/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সেই রাত স্মরণে তালা ভেঙে বেরিয়ে এলেন রোকেয়া হলের ছাত্রীরা
রাতে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে মুখর ঢাবি ক্যাম্পাস
চাপাতি ধরে ফোন-মানিব্যাগের সঙ্গে জামা-জুতা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১
সিরাজগঞ্জে সরকারি অফিস ‘দখল করে’ জামায়াতের কার্যালয়ে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা