মাদক বিক্রেতা ‘জামাই শফিকের’ সাত বছরের কারাদণ্ড

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ২০:১৫
অ- অ+

রাজধানীর ভাসানটেক এলাকার মাদক বিক্রেতা মো. শফিকুল ইসলাম ওরফে জামাই শফিকের সাত বছর কারাদণ্ডের রায় দিয়েছে আদালত।

মঙ্গলবার ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আবু সৈয়দ দিলজার হোসেন মাদকদ্রব্য নিয়স্ত্রণ আইনের পৃথক দুই ধারায় আসামির এ দণ্ড ঘোষণা করেন।

রায়ে সাত বছর কারাদণ্ডের মধ্যে একটি ধারায় পাঁচ বছর এবং ১০ হাজার টাকা ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড এবং অপর এক ধারায় দুই বছর এবং এক হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।

রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

২০১৮ সালের ২৭ এপ্রিল রাজধানীর ভাসানটেক থানাধীন বাগানবাড়ীর বেনারসী মাঠের এক নম্বর গেটের সামনে পাকা রাস্তায় অভিযান চালানোর সময় জামাই শফিক গ্রেপ্তার হন। ওই সময় শফিকের কাছে ১০০ গ্রাম ওজনের এক হাজার ১৫ পুড়িয়া হেরোয়িন (মূল্য এক লাখ এক হাজার ৫০০ টাকা) ও ২০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ হয়।

ওই ঘটনায় ভাসানটেক থানার এসআই মো. রুহুল আমিন হাওলাদার বাদী হয়ে একটি মামলা করেন। মামলার তদন্ত শেষে ওই বছর বছরের ৩০ জুন একই থানার এসআই রিপন আলী শেখ আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলাটির বিচার চলাকালে আদালত চার্জশিটভুক্ত ১১ সাক্ষীর মধ্যে সাতজনের সাক্ষ্যগ্রহণ করেন।

(ঢাকাটাইমস/১৭সেপ্টেম্বর/আরজেড/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শ্রীমঙ্গলে সেপটিক ট্যাংকে নেমে ৪ তরুণের মৃত্যু
প্রথম প্রেমের স্পর্শ: পর্ব ১৩- আলোর চোখে দ্বিতীয় প্রেমের যাত্রা
টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে শ্রমিক নিহত
রাজশাহী ও রংপুর রেঞ্জে চালু হলো সকল ধরনের অনলাইন জিডি সেবা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা