আইফা অ্যাওয়ার্ডস ২০১৯

শ্রেষ্ঠ অভিনেতা রণবীর, অভিনেত্রী আলিয়া

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর ২০১৯, ১৫:১৫| আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৯, ২২:৪৯
অ- অ+

ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি অ্যাওয়ার্ডস, যা IIFA নামেই বিখ্যাত। এবার পা দিল ২০ বছরে। ২০০০ সালে যে সফর শুরু হয়েছিল, ২০ পেরিয়ে তা আরও জাঁকজমকে পূর্ণ হয়ে উঠেছে। প্রতিবারের মতো এবারও আইফার অনুষ্ঠানে বসেছিল চাঁদের হাট।

নিয়মিত বিভাগ ছাড়াও ২০ বছর উপলক্ষ্যে এবার বিশেষ কিছু পুরস্কার ঘোষণা করা হয় IIFA-র মঞ্চে। গত ২০ বছরের পরিপ্রেক্ষিতে পুরস্কার তুলে দেয়া হল দীপিকা পাডুকোন (চেন্নাই এক্সপ্রেসের জন্য), রণবীর কাপুর (বরফি ছবির জন্য), রাজকুমার হিরানি (থ্রি ইডিয়টস ছবির জন্য), প্রীতমের (অ্যায় দিল হ্যায় মুশকিল ছবির জন্য) হাতে। সেরা ছবির বিশেষ সম্মান দেয়া হয় ‘কাহো না পেয়ার হ্যায়’ ছবিকে।

হিন্দি ছবির জগতে অনন্য অবদানের জন্য আউটস্ট্যান্ডিং কনট্রিবিউশন পুরস্কার কোরিওগ্রাফার সরোজ খানের হাতে তুলে দেন মাধুরী দীক্ষিত।

পুরস্কার প্রাপকদের সম্পূর্ণ তালিকা-

শ্রেষ্ঠা ছবি: রাজি

শ্রেষ্ঠ পরিচালক: শ্রীরাম রাঘবন (আন্ধাধুন)

শ্রেষ্ঠ অভিনেত্রী (মহিলা): আলিয়া ভাট (রাজি)

শ্রেষ্ঠ পুরুষ অভিনেতা: রণবীর সিং (পদ্মাবত)

শ্রেষ্ঠ অভিনেতা পার্শ্বচরিত্রে (মহিলা): অদিতি রাও হায়দরি (পদ্মাবত)

শ্রেষ্ঠ অভিনেতা পার্শ্বচরিত্রে (পুরুষ): ভিকি কৌশল (সঞ্জু)

শ্রেষ্ঠ নবাগত (পুরুষ): ঈশান খট্টর (ধড়ক)

শ্রেষ্ঠ নবাগত (মহিলা): সারা আলি খান (কেদারনাথ)

শ্রেষ্ঠ কাহিনি: শ্রীরাম রাঘবন, পূজা লাধা সুর্তি, অরিজিত্‍ বিশ্বাস, যোগেশ চন্দেকর এবং হেমন্ত রাও (আন্ধাধুন)

শ্রেষ্ঠ সংগীত পরিচালক:আমাল মালিক, গুরু রান্ধাওয়া, কোচক কোহলি, সৌরভ-বৈভব এবং জ্যাক নাইট (সোনু কে টিটু কি সুইটি)

শ্রেষ্ঠ গানের কথা: অমিতাভ ভট্টাচার্য (ধড়ক)

শ্রেষ্ঠ প্লেব্যাক শিল্পী (মহিলা): হর্ষদীপ কৌর এবং বিভা সরফ (রাজি ছবির দিলবরো গানের জন্য)

শ্রেষ্ঠ প্লেব্যাক শিল্পী (পুরুষ): অরিজিৎ সিং (অ্যায় ওয়তন, রাজি ছবির গান)

ঢাকাটাইমস/১৯ সেপ্টেম্বর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খিলক্ষেতে কাভার্ডভ্যান চাপায় ২ পরিচ্ছন্নতা কর্মী নিহত
টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৩, নিখোঁজদের সন্ধান চলছে
গাজায় ইসরায়েলি হামলায় আরও ৭৮ ফিলিস্তিনি নিহত
ঢাকাসহ দেশের ৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা