চাঁদা আদায়কালে ভুয়া পুলিশ কর্মকর্তা আটক

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৫১
অ- অ+

পাইকগাছায় ভুয়া পুলিশ পরিচয়ে নছিমন-করিমন থেকে চাঁদা আদায়কালে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

আটক যুবক নুরুজ্জামান নুর পৌরসভার ৫ নং ওয়ার্ড সরল গ্রামের বাসিন্দা।

সোমবার সকালে পৌর সদরের পুরাতন পরিবহন কাউন্টার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, নুরুজ্জামান পুলিশের ভুয়া এসআই পরিচয় দিয়ে ইঞ্জিনচালিত নছিমন-করিমন চালকদের কাছে চাঁদা দাবি করছিল, এ সময় নছিমনচালক মফিজুলের নিকট অবৈধ যানবাহনের ভয় দেখিয়ে ১০ হাজার টাকা চাঁদা দাবি করে নুরুজ্জামান। মফিজুলের নিকট টাকা না থাকায় বাড়িতে গিয়ে টাকা দেয়ার কথা বলে নুরুজ্জামানকে সাথে নিয়ে বাড়ির দিকে রওনা হয়। পথে ভিলেজ পাইকগাছা মোড়ে পৌঁছালে এলাকাবাসীর জিজ্ঞাসাবাদে সঠিক কোন পুলিশের পরিচয় দিতে পারেনি নুরুজ্জামান। পরে এলাকাবাসী নুরুজ্জামানকে আটক করে পুলিশের নিকট সোপর্দ করে।

এ ব্যাপারে ওসি এমদাদুল হক শেখ জানান, এ ঘটনায় এসআই মিন্টু মিয়া বাদী হয়ে নুরুজ্জামানের বিরুদ্ধে মামলা করেছে।

(ঢাকাটাইমস/২৩সেপ্টেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘ধামাকা শপিং’-এর চেয়ারম্যান এম আলীকে ধরে থানায় দিল জনতা
তারেক রহমানকে শরণখোলা বিএনপির নেতাদের চিঠি, কাউন্সিলে আঞ্জুমান আরার প্রার্থীতা বাতিলের দাবি
সনাতনী জনগণের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দিলেন কাজী আলাউদ্দিন
বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমেই দেশ পুনর্গঠন করতে হবে: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা