মেয়ের আত্মহত্যার খবরে মায়ের মৃত্যু

পিরোজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৪০
অ- অ+

পিরোজপুরের ইন্দুরকানীতে বাল্যবিয়েতে রাজি না হয়ে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। মেয়ের আত্মহত্যার এ খবর শুনে মা-ও মারা যান। বৃহস্পতিবার রাতে উপজেলার উত্তর বালিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

রেশমার ভাবি শিল্পী আক্তার জানান, এক মাস আগে রেশমার সাথে একই এলাকার মোতালেব চৌকিদারের ছেলে শফিকুল ইসলামের বিয়ের কথা ঠিক হয়। ছেলের মা রেশমাকে আংটি পরিয়ে গেছে। বৃহস্পতিবার বিকালে আমার শাশুড়ি রেশমাকে মাঠ থেকে হাঁস আনতে বললেও রেশমা আনেনি। তখন তিনি রাগে রেশমাকে জুতাপিটা করেন। সে ক্ষোভে কীটনাশক পান করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাতে মেয়ের মৃত্যুর সংবাদ শুনে শাশুড়ি (মিনারা) স্ট্রোক করেন। পরে শুক্রবার সকালে মারা যান।

ইন্দুরকানী থানার উপ-পরিদর্শক হেমায়েত উদ্দিন জানান, রেশমার লাশ ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে রয়েছে।

(ঢাকাটাইমস/২৭সেপ্টেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ঐক্যবদ্ধভাবে সবাইকে এগিয়ে যেতে হবে: আমিনুল হক 
লাশ নিয়ে যাওয়ার পথে প্রাণ গেল দুজনের
ক্ষমতাকে নিজেদের করে রাখতে নির্বাচনকে পেছানোর পাঁয়তারা করছে একটি দল: নীরব
তিন ম্যাচ জিতে এশিয়া কাপে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা