‘বিদেশে পলাতক খুনিদের ফেরাতে কাজ করছে সরকার’

শুধু জেলহত্যার সঙ্গে জড়িতরাই না, বঙ্গবন্ধুর খুনি এবং ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার সঙ্গে জড়িত খুনিদের সবাইকে দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। এ লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানান তিনি।
রবিবার সকালে জেলহত্যা দিবস উপলক্ষে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারের ভেতরে বঙ্গবন্ধুর প্রতিকৃতি এবং জাতীয় চার নেতার প্রতি পুষ্পস্তবক অর্পণ শেষে মন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জেল হত্যাকারীরা কিন্তু আমাদের দেশের আইনের আওতায় নেই এবং তারা বিশ্বের যেসব দেশে অবস্থান করছে তাদেরকে সেই দেশের আইন অনুযায়ী প্রত্যাবর্তন করতে হবে। আমরা সেই প্রচেষ্টায় রয়েছি। আমরা নেগোসিয়েট করছি।’
‘শুধু জেল হত্যা নয় আপনারা জানেন বঙ্গবন্ধুর খুনিরাও কিন্তু বিভিন্ন দেশে পালিয়ে আছে এবং পালিয়ে বেড়াচ্ছেন। তারপরে ২১ আগস্ট গ্রেনেড হত্যার সঙ্গে জড়িতরাও বিভিন্ন দেশে পালিয়ে বেড়াচ্ছেন তাদেরও সবাইকে চিহ্নিত করে আনার প্রচেষ্টায় রয়েছি। আমরা আশা করছি ক্রমান্বয়ে আমরা এদেরকে নিয়ে আসবো। আমি আগেও বলেছি আবারও বলছি- আমাদের দেশের খুনিরা যেসব দেশে রয়েছে সেসব দেশেও আইন রয়েছে। সেই আইন অনুযায়ী তাদের সঙ্গে নেগোসিয়েট করে দেশে আনার চেষ্টা করছি।’
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ অবদান রাখা জাতীয় চারনেতাকে ১৯৭৫ সালের এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নৃশংসভাবে হত্যা করা হয়। সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর সদ্য স্বাধীন দেশকে নেতৃত্বশূন্য করার ষড়যন্ত্রের অংশ হিসেবে স্বাধীনতাবিরোধী শক্তি তাদের হত্যা করে।
জাতীয় এ চার নেতা হলেন, স্বাধীনতা যুদ্ধকালীন অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, অর্থ, শিল্প ও বাণিজ্যমন্ত্রী ক্যাপ্টেন এম মনসুর আলী এবং স্বরাষ্ট্র, বেসামরিক সরবরাহ, ত্রাণ, পুনর্বাসন ও কৃষিমন্ত্রী এএইচএম কামরুজ্জামান।
ঢাকা দক্ষিণের বহিষ্কার হওয়া যুবলীগ নেতা সম্রাট গ্রেপ্তার তার হলেও তার সহযোগীদের থেমে নেই চাঁদা আদায় চলছে। এমন এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই বিষয়ে কথা বলতে হলে তথ্যভিত্তিক কথা বলতে হবে। শুধু সম্রাট কেন আর মানুষ নাই। সবার বিষয়ে প্রধানমন্ত্রী দিকনির্দেশনা দিয়েছেন। সে বিষয়গুলো ফলো করবেন।’
(ঢাকাটাইমস/০৩নভেম্বর/এসএস/জেবি)

মন্তব্য করুন