মাইলির ফেরার অপেক্ষায় ভক্তরা

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ১১ নভেম্বর ২০১৯, ০৯:৫৭| আপডেট : ১১ নভেম্বর ২০১৯, ১০:১২
অ- অ+

সম্প্রতি ভোকাল কর্ডে অপারেশন করিয়েছেন আমেরিকান জনপ্রিয় পপ গায়িকা মাইলি সাইরাস। শনিবার তিনি হাসপাতাল থেকে ছাড়াও পেয়েছেন। তবে পুরোপুরি সেরে ওঠার জন্য বিশ্রাম করার ও কিছুদিনের জন্য গান বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। আপাতত তাই গান বন্ধ মাইলির।

গত মাসে হঠাৎ করেই ২৬ বছর বয়সী এই পপ তারকার টনসিলাইটিস ধরা পড়ে। সেই অনুযায়ী চিকিৎসাও শুরু হয়। কিন্তু পরে অবস্থা খারাপ হয়। চিকিৎসকরা জানান, অপারেশন ছাড়া উপায় নেই। সেই মতোই কাজ সেরেছেন মাইলি। এ বছর আরও বেশ কয়েকবার তার অপারেশন করতে হতে পারে।

২০২০ সালে মাইলির ওয়ার্ল্ড ট্যুর রয়েছে। তবে মার্কিন সংবাদপত্রগুলো বলছে, শরীর ভালো না হলে এই ট্যুর বাতিল করে দেবেন তিনি। অপারেশনের আগে বেশ কিছুদিন ধরে তার নতুন একটি অ্যালবামের কাজ চলছিল। সূত্রের খবর, আপাতত সেই অ্যালবামটির মুক্তির অপেক্ষায় গায়িকা।

চলতি বছরে মাইলি শেষ লাইভ কনসার্ট করেছেন আমেরিকার লাস ভেগাসে। সেপ্টেম্বরে এটির আয়োজন করা হয়েছিল। তবে ভক্তরা আশা করছেন, পুরোপুরি সুস্থ হয়ে মাইলি খুব শিগগিরই স্বমহিমায় ফিরে আসবেন।

ঢাকাটাইমস/১১নভেম্বর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খিলক্ষেতে কাভার্ডভ্যান চাপায় ২ পরিচ্ছন্নতা কর্মী নিহত
টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৩, নিখোঁজদের সন্ধান চলছে
গাজায় ইসরায়েলি হামলায় আরও ৭৮ ফিলিস্তিনি নিহত
ঢাকাসহ দেশের ৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা