পটুয়াখালীতে মদসহ দুজন আটক

পটুয়াখালীতে সাত বোতল মদসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বুধবার সকালে শহরের লঞ্চঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- সোহাগ তালুকদার ও শাহিন গাজী।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার জাকির হোসেন জানান, গোপন সংবাদে লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে দর্শনার কেরু অ্যান্ড কোম্পানির ৭৫০ মিলিলিটারের তিন বোতল ইমপেরিয়াল হুইস্কি, দুই বোতল জিন, এক বোতল ভদকা ও এক বোতল ব্রান্ডিসহ দুজনকে আটক করা হয়।
তিনি জানান, এ বিষয়ে মামলা করে আসামিদের আদালতে পাঠানো হবে।
(ঢাকাটাইমস/১৩নভেম্বর/প্রতিনিধি/এএইচ/এলএ)

মন্তব্য করুন