ঢাবি শিক্ষার্থীকে মারধর করায় ব্যবসায়ী আটক

ঢ‌া‌বি প্র‌তি‌নি‌ধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ নভেম্বর ২০১৯, ১৮:০৮| আপডেট : ১৫ নভেম্বর ২০১৯, ০০:১০
অ- অ+

রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীকে মারধর করায় একজন ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। তিনি বর্তমা‌নে পুলিশ হেফাজতে রয়েছেন।

মারধরের শিকার আবির হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী এবং স্যার এফ রহমান হলের আবাসিক ছাত্র।

আবির হোসেন বলেন ‘ওই ব্যবসায়ী জুতার দাম বেশি চাওয়ায় আমি অন্য দোকানে গিয়ে দেখি সেখানেও একই দাম। আমি ওই দোকান থেকে জুতা কিনে নিই। এরপর ওই ব্যবসায়ী আমার সঙ্গে খারাপ ব্যবহার শুরু করেন। একপর্যায়ে তিনি আমার গায়ে হাত তোলেন এবং আশপাশের আরও কিছু ব্যবসায়ী তার পক্ষ নেন। নিরুপায় হয়ে আমি ফো‌নে ঘটনাটি ডাকসু সদস্য তানভীর ভাইকে জানাই।’

এই বিষয়ে তানভীর হাসান সৈকত বলেন, ‘আমি বিষয়টি জানার পর প্রক্টর স্যারকে কল দিয়ে জানাই। স্যার নিউমার্কেট থানার ওসিকে ফোন দেওয়ার পর পুলিশ গিয়ে ওই ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।’

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, ‘পুলিশ ওই ব্যবসায়ীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। তিনি এখন পুলিশ হেফাজতে রয়েছেন।’

ঘটনাস্থলে গিয়ে কোনো হাঙ্গামা না করে পুলিশকে জানানোর জন্য ডাকসু সদস্য তানভীরকে ধন্যবাদ জানিয়ে ওসি বলেন, ‘ঢাবি শিক্ষার্থীদের আহব্বান করব, তারা কোনো ঝামেলায় না জড়িয়ে যেন যেকোনো ব্যাপারে পুলিশকে জানায়।’

(ঢাকাটাইমস/১৪নভেম্বর/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সেই রাত স্মরণে তালা ভেঙে বেরিয়ে এলেন রোকেয়া হলের ছাত্রীরা
রাতে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে মুখর ঢাবি ক্যাম্পাস
চাপাতি ধরে ফোন-মানিব্যাগের সঙ্গে জামা-জুতা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১
সিরাজগঞ্জে সরকারি অফিস ‘দখল করে’ জামায়াতের কার্যালয়ে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা