মাঠে সতীর্থকে পিটিয়ে নিষেধাজ্ঞার মুখে শাহাদাৎ

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ নভেম্বর ২০১৯, ২১:২৭

২০১৫ সালে গৃহকর্মী মাহফুজা আক্তার হ্যাপিকে নির্যাতনের ঘটনায় আলোচনায় এসেছিলেন একসময় বাংলাদেশ জাতীয় দলের হয়ে নিয়মিত খেলা পেসার শাহাদাৎ হোসেন। ওই ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছিল এবং প্রায় দুই মাস জেলও খেটেছিলেন তিনি।

এবার ক্রিকেট মাঠে সতীর্থকে পিটিয়ে আলোচনায় এসেছেন এই পেসার। জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ম্যাচে গতকাল খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে সতীর্থ আরাফাত সানি জুনিয়রকে পিটিয়েছেন তিনি। এনসিলে শাহাদাৎ হোসেন খেলছেন ঢাকা বিভাগের হয়ে।

গত ১৬ নভেম্বর খুলনায় শুরু হয়েছে ঢাকা বিভাগ ও খুলনা বিভাগের মধ্যকার ম্যাচ। গতকাল (রবিবার) ঢাকা বিভাগ তখন ফিল্ডিং করছিল। আরাফাত সানি জুনিয়রকে শাহাদাৎ হোসেন বল শাইন করে দিতে বলেছিলেন। কিন্তু তাতে অনীহা প্রকাশ করেন সানি। এরপরই সানিকে চড়-থাপ্পড় মারতে থাকেন শাহাদাৎ। আম্পায়ার এবং মাঠে থাকা অন্য খেলোয়াড়রা সানিকে রক্ষা করেন।

এই ঘটনায় সাথে সাথেই শাহাদাৎ হোসেনকে মাঠ থেকে বের করে দেন আম্পায়াররা। তাকে এই ম্যাচে নিষিদ্ধ করা হয়েছে। ফলে ১০ জন নিয়ে খেলছে ঢাকা বিভাগ। তবে, এখানেই শেষ নয়। শাহাদাৎ হোসেনের জন্য বড় ধরনের শাস্তি অপেক্ষা করছে।

এই বিষয়ে ম্যাচ রেফারি আখতার আহমেদ প্রতিবেদন জমা দিয়েছেন। প্রতিবেদনে তিনি ঘটনাটিতে ‘লেভেল-৪’ হিসেবে উল্লেখ করেছেন। এই অপরাধের শাস্তি কমপক্ষে এক বছর ও সর্বোচ্চ পাঁচ বছরের নিষেধাজ্ঞা। সেই সঙ্গে ম্যাচ ফি’র পুরো অংশও জরিমানা করা হয়।

প্রতিবেদনটি এখন টেকনিক্যাল কমিটির প্রধান মিনহাজুল আবেদীন নান্নুর হাতে আছে। এই কমিটিই এই বিষয়ে সিদ্ধান্ত দেবেন।

(ঢাকাটাইমস/১৮ নভেম্বর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

বাংলাদেশে আবারো শুরু হচ্ছে বার্সা একাডেমির ট্রেনিং ক্যাম্প

বিশ্বকাপের আগে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ!

বিশ্বকাপে কোনো প্রস্তুতি ম্যাচ খেলা হচ্ছে না নিউজিল্যান্ডের

কবে উন্মোচন করা হবে টাইগারদের বিশ্বকাপ জার্সি?

বিশ্বকাপের জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্রের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম

বাংলাদেশের বিশ্বকাপ দলকে নিয়ে যে বার্তা দিলেন মাশরাফি

অবসরের ঘোষণা দিলেন ভারতীয় কিংবদন্তি ফুটবলার সুনীল ছেত্রী

বিশ্বকাপ খেলতে মধ্যরাতে দেশ ছেড়েছে বাংলাদেশ দল

তাসকিনের বিশ্বকাপ খেলা নিয়ে বড় সুখবর দিলেন শান্ত

সাইফউদ্দিনের বদলে সাকিবকে দলে নেওয়ার নতুন ব্যাখ্যা দিলেন হাথুরু-শান্ত

এই বিভাগের সব খবর

শিরোনাম :