মেসিকে টপকে বর্ষসেরা মার্টিনেজ!

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ নভেম্বর ২০১৯, ১৩:০৩
অ- অ+

সর্বোচ্চ ছয়বারের ফিফা বেস্ট প্লেয়ার পুরস্কার বিজয়ী বার্সেলোনার প্রাণ ভোমরা লিওনেল মেসিকে টপকে আর্জেন্টিনার ‘সেরা খেলোয়াড় ২০১৯’ এর পুরস্কার জিতেছেন ইন্টার মিলানের তরুণ ফরওয়ার্ড লাউতারো মার্টিনেজ।

আর্জেন্টিনার ফুটবল বিষয়ক সংবাদ মাধ্যম গোলাজো আর্জেন্টিনার বিচারে পারফরম্যান্সের দিক দিয়ে চলতি বছরে দলের সেরা খেলোয়াড় ছিলেন মার্টিনেজ। এই পুরস্কার জিততে তিনি পেছনে ফেলেছেন মেসি-আগুয়েরোদের মতো তারকাদের।

নিঃসন্দেহে এই বছর মার্টিনেজের জন্য সেরা বছর। কারণ দেশের হয়ে ১৩ ম্যাচ থেকে ৮ গোল করেছেন তিনি। যেখানে মেসির মতো ফুটবলার করেছেন মাত্র ৫টি গোল। এমনকি শুধু গোল করায় নয় দলের খেলার সাথে সম্পৃক্ততায়ও অন্যান্য ফুটবলার থেকে যোজন ব্যবধানে এগিয়ে আছেন মার্টিনেজ।

গোলাজো আর্জেন্টিনার বিচারে বছরের সেরা সারপ্রাইজ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ২৫ বছর বয়সী মিডফিল্ডার রদ্রিগো দে পল। মেক্সিকোর বিপক্ষে হ্যাট্রিক করে বেস্ট পারফরম্যান্স অফ দ্য ইয়ার হয়েছেন মার্টিনেজ।

(ঢাকাটাইমস/২৩ নভেম্বর/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কুষ্টিয়ায় ট্রাক্টর চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
জাতীয় নির্বাচনে কি ভূমিকা পালন করবে বুঝিয়ে দিল সরকার: ইশরাক 
জাপান স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত
মানুষের ভাষা বুঝে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন: ফারুক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা