কলকাতায় সাকিব

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ নভেম্বর ২০১৯, ১৩:৪১

ঐতিহাসিক ইডেন টেস্টের অংশ হতে বাংলাদেশ থেকে হাজার হাজার সমর্থক পাড়ি জমিয়েছে কলকাতায়। বাংলাদেশের নির্বাসিত অধিনায়ক সাকিব আল হাসানও নিজেকে সংবরণ করতে পারলেন না। পিঙ্ক টেস্টে ভাগ বসাতে পা রাখলেন কলকাতায়।

অথচ শুক্রবার ইডেন টেস্টে কোহলির সাথে সাকিবেরই টস করার কথা ছিল। জুয়াড়ির প্রস্তাবের খবরটি আইসিসিকে জানালে হয়ত দর্শক গ্যালারিতে না থেকে বাইশ গজে নেতৃত্ব দিতেন টাইগার শিবিরকে। যাইহোক, তারপরও ইডেন টেস্টের সুবাতাসটা নিয়েছেন এই দেশ সেরা ক্রিকেটার।

গোলাপি টেস্টের প্রথম দিন কলকাতায় অনেকটা নিঃশব্দে, চুপিসারে পা রাখেন সাকিব। কাউকে কিছু জানতে দেননি। যা খবর, একদিনের ঝটিকা সফরে কলকাতায় যান সাকিব। শনিবার দিনটা ভারতেই থাকবেন। সব কিছু ঠিকঠাক থাকলে রোববার (২৪ নভেম্বর) তার ঢাকা ফেরার কথা রয়েছে।

যতটুকু যা শোনা যাচ্ছে, সাকিব নিজের ব‌্যবসায়িক কাজে কলকাতায় যান। শনিবার (২৩ নভেম্বর) গোটা দিন ধরে তার নানা রকম মিটিং আছে সেখানে। টিম হোটেলেও সাকিব ওঠেননি। আছেন বাইপাসের ধারের একটি হোটেলে।

এদিকে সাকিবের ঘনিষ্ঠ কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেল, আইসিসি’র নিষেধাজ্ঞার মধ্যে থাকায় ইডেনে খেলা দেখতে যাওয়া কিংবা টিমের সঙ্গে দেখা করা সম্ভব কি না, এখনও নিশ্চিত নয়। যদি সম্ভব হয়, তাহলে শনিবার ইডেনে দেখা গেলেও যেতে পারে।

উল্লেখ্য, ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করার আপাতত এক বছরের জন্য সব ধরণের ক্রিকেটের বাহিরে আছেন সাকিব। তবে এর আগে লম্বা একটা সময় ব্যাটে-বলে বাংলাদেশ ক্রিকেটে আলো ছড়িয়েছেন তিনি।

(ঢাকাটাইমস/২৩ নভেম্বর/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

ভেজা চোখে চেলসি ছাড়ার ঘোষণা দিলেন থিয়াগো সিলভা

নারী আম্পায়ার বিতর্ক: মুখ খুললেন মুশফিক, রিয়াদ ও সেই নারী আম্পায়ার

ভারতকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির খসড়া সূচি চূড়ান্ত, তিন ভেন্যুতে হবে ম্যাচ

সিরি আতে ইতিহাস: এই প্রথম এক ম্যাচের ৩ রেফারিই নারী

মোনাকোর হারে ফরাসি লিগ ওয়ানের শিরোপা জিতল পিএসজি

১৯৯৯ বিশ্বকাপের মতো জার্সিতে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে নিউজিল্যান্ড

যে কারণে পার্পল ক্যাপ পাচ্ছেন না মুস্তাফিজ

জিম্বাবুয়ের বিপক্ষে মুস্তাফিজ-সাকিবের দলে না থাকা নিয়ে যা বললেন নির্বাচক

সবার আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা নিউজিল্যান্ডের

চমক রেখে জিম্বাবুয়ের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা বাংলাদেশের

এই বিভাগের সব খবর

শিরোনাম :