দ্বিশতকে রেকর্ড গড়লেন কিউই ব্যাটসম্যান

টেস্টে এক ইনিংসে ছয়শর বেশি রান দেখলেই ধরে নিতে হয় যে, দলের কেউ একজন দ্বিশতক করেছেন! নিউজিল্যান্ড-ইংল্যান্ড টেস্টেও তাই হয়েছে। তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে ইংলিশদের ৩৫৩ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসে ৬১৫ রান করেছে কিউইরা। ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন বিজে ওয়াটলিং। এছাড়া মিচেল স্যান্টনার করেছেন ১২৬ রান। এই দুই ব্যাটসম্যানের দুর্দান্ত ইনিংসে ভর করে ৯ উইকেট হারিয়ে ৬১৫ রান তুলে ইনিংস ঘোষণা করেছে স্বাগতিক নিউজিল্যান্ড।
এই ম্যাচে বেশ কিছু রেকর্ড গড়েছেন ওয়াটলিং। প্রথম কোনো নিউজিল্যান্ডের স্বীকৃত উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে তুলে নিয়েছেন ডাবল সেঞ্চুরি। যা ইংল্যান্ডের বিপক্ষে কোনো উইকেটরক্ষক ব্যাটসম্যানেরও প্রথম ডাবল সেঞ্চুরি। ৪৭৩টি বল মোকাবিলা করে করেছেন ২০৫! ক্রিজে ছিলেন মোট ১১ ঘণ্টা!
এরই মধ্যে নিজেদের দ্বিতীয় ইনিংসে জবাব দিতে নেমে ৫৫ রানে তিন উইকেট হারিয়ে চতুর্থদিনের খেলা শেষ করেছে সফরকারীরা। এখনও পিছিয়ে আছে ২০৭ রানে। উইকেটে আছেন ডেনলি (৭) ও লিচ (০)।
এর আগে নিজেদের প্রথম ইনিংসে বেন স্টোকস (৯১) ও জো ডেনলির (৭৪) দুর্দান্ত ব্যাটিংয়ে ১২৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৩৫৩ রান করে ইংল্যান্ড। সফরকারীদের হয়ে জোসেফ বার্নস (৫২), ওলি পোপ (২৯) ও জস বাটলার করেছেন ৪৩ রান।
(ঢাকাটাইমস/২৪ নভেম্বর/এআইএ)

মন্তব্য করুন