ব্রিটেনে দুই দলেরই জয়ী হওয়ার যোগ্যতা নেই: টনি ব্লেয়ার

আন্তজার্তিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ নভেম্বর ২০১৯, ০৮:৩৭
অ- অ+

ব্রেক্সিট চুক্তির বিষয়ে কোনো সমাধান না হওয়ায় আগাম নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিটেনে। আগামী ১২ ডিসেম্বর দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান দুই রাজনৈতিক দল ক্ষমতাসীন করজারভেটিভ পার্টি ও বিরোধী লেবার পার্টি জোরকদমে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। নির্বাচনের কয়েকদিন আগে দেশটির সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার বলেছেন, তার দেশে এখন একটি জগাখিচুড়ি অবস্থা চলছে। নির্বাচনে লেবার পার্টি কিংবা কনজারভেটিভ পার্টি কোনোটিই জয়ী হওয়ার যোগ্যতা রাখে না।

বার্তা সংস্থা রয়টার্সের এক অনুষ্ঠানে টনি ব্লেয়ার বলেন, নির্বাচনের আগে রাজনীতি পুরোপুরি অকার্যকর হয়ে আছে এবং লেবার কিংবা কনজারভেটিভ যে দলেই সংখ্যাগরিষ্ঠতা পাক তা একটি ঝুঁকি হয়ে বিরাজ করবে।

ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়া বা ব্রেক্সিট চুক্তি নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে অচলাবস্থা সৃষ্টি হওয়ায় মেয়াদের তিন বছর আগেই আগাম জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছে বরিস জনসনের সরকার। লেবার পার্টির নেতা টনি ব্লেয়ার ১৯৯৭ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত ব্রিটেনের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

আগামী ১২ ডিসেম্বরের নির্বাচনে জিতলে লেবার পার্টি ব্রেক্সিট প্রশ্নে দ্বিতীয় গণভোট আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছে। অন্যদিকে, ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি জিতলে আগামী জানুয়ারির শেষ দিকে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার বিষয়টি পরিপূর্ণভাবে সম্পন্ন করতে চায়।

ঢাকা টাইমস/২৭নভেম্বর/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সহকর্মীর সঙ্গে দুর্ব্যবহার, ক্ষমা চাইলেন অভিনেতা শামীম হাসান সরকার
কমিউনিটি ব্যাংক-অ্যাভিনিউ হোটেল অ্যান্ড স্যুইটস ও পিটাস্টপের সঙ্গে চুক্তি 
ঈদযাত্রা: বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু
নোয়াখালীর সোনাইমুড়ীতে ব্যবসায়ীর কাছে যুবদল নেতার চাঁদা দাবি 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা