‘ধ্বংসের জন্য বিএনপি নিজেই যথেষ্ট’

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ নভেম্বর ২০১৯, ১৫:৫২
অ- অ+

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপিকে নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই, বিএনপি বলে- ‘র‌্যাব-পুলিশ দিয়ে ধ্বংস করছে তাদের রাজনীতি।’ বিএনপি রাজনীতি ধ্বংসে র‌্যাব পুলিশ লাগবে না বিএনপি ধ্বংস করার জন্য সম্পূর্ণভাবে তারাই যথেষ্ট, আওয়ামী লীগকে দরকার হবে না। আমরা র‌্যাব-পুলিশ দিয়ে রাজনীতি করি না আমাদের ক্ষমতার উৎস জনগণ।’

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া ইসলামিয়া কলেজ মাঠে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়েছে, নির্বাচনে ব্যর্থ হয়েছে- এখন ইস্যু খুঁজে বেড়াচ্ছে। বিএনপি এখন বাংলাদেশ নালিশ পার্টিতে পরিণত হয়েছে। বিদেশিদের কাছে নালিশ, প্রেসব্রিফিংয়ে নালিশ- নালিশই এখন বিএনপির একমাত্র অবলম্বন। রাজনীতিতে, আন্দোলনে, জনগণের সাড়া না পেয়ে এখন ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে।’

তিনি আরো বলেন, ‘দুদিন আগে আদালতকে তারা কুলষিত করেছে, পুলিশের ওপর হামলা চালিয়েছে। এই বিএনপি আইন মানে না, আদালত মানে না, বিচার মানে না। সেই বিএনপির নেতিবাচক রাজনীতি তাদের জনগণের কাছে আস্থাহীনতার দিকে নিয়ে যাচ্ছে, বিএনপি নিজেরাই নিজেদের পজিশনকে সংকুচিত করছে।’

কুষ্টিয়া আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খানের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মাহমুদ আল স্বপন, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া জেলার সংসদ সদস্যসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা।

(ঢাকাটাইমস/২৮নভেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২ লাখ ৩০ হাজার কোটি টাকার এডিপি চূড়ান্ত
চাঁদপুরে ড্রেনের গ্যাস বিস্ফোরণে মা-ছেলেসহ আহত ৩
শেখ হাসিনার বিরুদ্ধে বিদ্যুৎকেন্দ্র দুর্নীতি মামলা: হাইকোর্টের রায় নিয়ে দুদকের লিভ টু আপিলের শুনানি ১৫ জুলাই
আটক নুসরাত ফারিয়াকে নেওয়া হচ্ছে ডিবিতে, গ্রেপ্তার দেখানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা