মুদ্রাপাচার: মালদ্বীপের সাবেক প্রেসিডেন্টের পাঁচ বছরের জেল

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ নভেম্বর ২০১৯, ১৩:৩৬| আপডেট : ২৯ নভেম্বর ২০১৯, ১৪:০৪
অ- অ+

মুদ্রা পাচারের এক মামলায় চীনপন্থী হিসেবে পরিচিত মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিনকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত।

দেশটির প্রোগ্রেসিভ পার্টি অব মালদ্বীপ (পিপিএম) এর নেতা আব্দুল্লাহ ইয়ামিনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি বেসরকারি একটি কোম্পনিকে দেশটির বেশ কয়েকটি দ্বীপ ভাড়া দেয়ার বিনিময়ে প্রাপ্ত দশ রাখ ডলার ফি সরকারি অ্যাকাউন্টে না দিয়ে তিনি নিজের ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে রেখেছিলেন।

বার্তা সংস্থা রয়টার্স এর এক প্রতিবেদনে জানানো হয়, গত বৃহস্পতিবার মামলার রায়ে বিচারকরা জানান, ইয়ামিনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে।

কিন্তু ইয়ামিন কোনো ধরনের অন্যায়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি এসব অভিযোগকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছেন। রায় ঘোষণার সময় আদালতের বাইরে তার সমর্থকরা তাকে নির্দোষ দাবি করেন।

গত বছর সাধারণ নির্বাচনে অপ্রত্যাশিতভাবে বিরোধী প্রার্থীর নিকট পরাজিত হন ইয়ামিন। এরপর থেকেই তার বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ উঠতে থাকে।

মুদ্রা পাচারের পাশাপাশি বিরোধী দলগুলোর অভিযোগ, মালদ্বীপের আন্তর্জাতিক বিমানবন্দরের বিস্তার ও বড় একটি সেতু নির্মাণের কাজ বাজারদরের চেয়েও বেশি মূল্যে চীনা কোম্পানিগুলোকে দিয়েছেন বলে অভিযোগ করে আসছে।

(ঢাকাটাইমস/২৯নভেম্বর/আরআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কড়া বার্তা দিতেই ভাঙা হয়েছে ৩টি রিকশা, ক্ষতিপূরণসহ পুনর্বাসনের উদ্যোগ ডিএনসিসির
জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় আ.লীগ নিষিদ্ধ জরুরি ছিল: প্রেস সচিব
ভিটামিনের ঘাটতি পূরণে খাবারে ভিন্নতা আনতে হবে
ফরিদপুরে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি আকাশ গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা