ভিকি-ক্যাটরিনার আংটি বদল শিগগিরই

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ০১ ডিসেম্বর ২০১৯, ০৯:১৩| আপডেট : ০১ ডিসেম্বর ২০১৯, ০৯:১৫
অ- অ+

বলিউড সুন্দরী ক্যাটরিনা কাইফের সঙ্গে অভিনেতা ভিকি কৌশলের প্রেমের গুঞ্জন চলছে কয়েক মাস ধরে। নতুন খবর, খুব শিগগির নাকি দুই তারকার চার হাত এক হতে চলেছে। নতুন বছরে ভক্তদের জন্য নাকি এটা সারপ্রাইজ। তাহলে কি বছর শুরুর প্রথম দিনেই হচ্ছে তাদের আংটি বদল? প্রকাশ্যে কিছু না বললেও একটা চোরা উত্তেজনা জিইয়ে রাখলেন ভিকি-ক্যাটরিনা।

২০১৫ সালে ‘মাসান’ দিয়ে বলিউড এন্ট্রি ভিকি কৌশলের। এরপর ‘রাজি’ ও ‘উরি’ ছবি দুটি দিয়ে ওঠেন সফলতার শিখরে। তার মিষ্টি হাসিতে মেয়েরা বোল্ড আউট। অভিনয়ের মতো জমিয়ে ডেটিংও করেছেন। তা লাইমলাইটেও এসেছে। সেই তালিকায় হার্লিন শেঠি, হুমা কুরেশি থেকে ভূমি পেডনেকর- কেউই বাদ নেই। সেই ভিকির প্রেম সাম্পানে এবার ক্যাট সুন্দরী।

কয়েক মাস ধরে বলিউডের বাতাসে গুঞ্জন, সালমান খান ও রণবীর কাপুরের সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফের সঙ্গে ভিকির সম্পর্কটা এখন বেশ মাখো মাখো। তারা একসঙ্গে লাঞ্চে যাচ্ছেন। যেকোনো পার্টিতে একসঙ্গে হাজির হচ্ছেন, হাসিমুখে ছবি তুলছেন। ফলে দুইয়ে দুইয়ে চার করতেও বেশি সময় লাগেনি। যদিও দুজনের কেউই প্রকাশ্যে তাদের সম্পর্কের কথা স্বীকার করেননি।

কিছুদিন আগে দিওয়ালি পার্টিতেও ভিকি-ক্যাটরিনা একসঙ্গে দেখা দিয়েছেন। তাদের নিউ ইয়ারের প্লানও রেডি। নতুন বছরের শুরুটা নাকি একসঙ্গেই কাটাতে চান তারা। ভিকি জানিয়েছেন, ক্যাটরিনার সঙ্গে সম্পর্ক নিয়ে তিনি বেশ গভীরেই ভাবছেন। এমনকী তার বাবা-মাও ক্যাটরিনার সঙ্গে ছেলের সম্পর্ক নিয়ে বেশ খুশি।

ক্যাটরিনা অবশ্য এ ব্যাপারে এখনও কিছু বলেননি। তার কথায়, ‘এসব গুজবে আমি অভ্যস্ত হয়ে গেছি। গুজব আমাদের জীবনের অঙ্গ। লাইমলাইটে থাকতে থাকতে এসব আমাদের গা সওয়া হয়ে গেছে। তবে ভবিষ্যতে কিছু হলে সকলেই তা জানতে পারবেন।’

ঢাকাটাইমস/০১ডিসেম্বর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সেই রাত স্মরণে তালা ভেঙে বেরিয়ে এলেন রোকেয়া হলের ছাত্রীরা
রাতে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে মুখর ঢাবি ক্যাম্পাস
চাপাতি ধরে ফোন-মানিব্যাগের সঙ্গে জামা-জুতা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১
সিরাজগঞ্জে সরকারি অফিস ‘দখল করে’ জামায়াতের কার্যালয়ে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা