বাংলাদেশকে দিবারাত্রির টেস্টের প্রস্তাব দিল পিসিবি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ ডিসেম্বর ২০১৯, ১৮:২০
অ- অ+

বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফর এখনো নিশ্চিত নয়। তবে এরই মধ্যে টেস্ট সিরিজে একটি দিবারাত্রির টেস্ট আয়োজনের প্রস্তোব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকইনফো জানিয়েছে, পিসিবি ইতোমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) দিবারাত্রির টেস্ট আয়োজনের ব্যাপারে প্রস্তাব দিয়েছে। এই ম্যাচটির ভেন্যু হিসেবে ভাবা হচ্ছে করাচির ন্যাশনাল স্টেডিয়ামের কথা।

নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশর পাকিস্তান সফর নির্ভর করছে সরকারের সবুজ সংকেতের উপর। নিরাপত্তাজনিত পরিস্থিতি পর্যবেক্ষণ করতে একটি প্রতিনিধি দল পাকিস্তানে ‍গিয়েছিল। তাদের প্রতিবেদন অনুযায়ী শীঘ্রই আসবে সফরে যাওয় কিংবা না যাওয়ার সিদ্ধান্ত।

যদিও ক্রিকেটারদের বড় অংশ পাকিস্তান সফরে নারাজ। এমনকি গেলেও অন্তত টেস্ট সিরিজ খেলতে চান না তারা।

তবে সিরিজ মাঠে গড়ানোর আগেই পাকিস্তান দিয়ে বসেছে গোলাপি বলের টেস্ট প্রস্তাব্। গোলাপি বলে বাংলাদেশের রেকর্ডও ভাল নয়। নিজেদের সর্বশেষ টেস্ট কলকাতার ইডেন গার্ডেন্সে বারতের মুখোমুখি হয়েছিল।

পাকিস্তানের পেস বান্ধব উইকেটে দিবারাত্রির টেস্ট খেলতে বাংলাদেশ সম্মতি জানাবে কি না এটি তাই আপাতত বড় এক প্রশ্ন। বিসিবি অবশ্য পিসিবির প্রস্তাবে এখনো সাড়া দেয়নি।

প্রসঙ্গত, আইসিসিরি ফিউচার ট্যুর প্ল্যান অনুযায়ী জানুয়ারিতে পাকিস্তান সফরে তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলবে বাংলাদেশ।

(ঢাকাটাইমস/০৮ ডিসেম্বর/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নারী কর্মীদের ছোট হাতা ও দৈর্ঘ্যের পোশাক-লেগিংস বাদ দিতে বলল বাংলাদেশ ব্যাংক
বিমান দুর্ঘটনার ধাক্কা সামলে মাইলস্টোনে সীমিত পরিসরে ক্লাস শুরু ২৭ জুলাই
সাবেক ডিআইজি আব্দুল বাতেন ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
মাইলস্টোন ট্রাজেডি: ঢাকায় পৌঁছাল ভারতের চিকিৎসক দল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা