আশুলিয়ায় ঝুট গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

সাভারের আশুলিয়ায় একটি ঝুটের গোডাউন ও তুলা তৈরির কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টায় মঙ্গলবার বিকালে নিয়ন্ত্রণে আসে আগুন। এ ঘটনায় হতাহত না হলেও পুড়ে গেছে তুলা ও তুলা তৈরির কাঁচামালসহ মেশিনারিজ।
আজ দুপুরে আশুলিয়ার ভাদাইল এলাকায় ময়েজ মোল্লা কুসুমের মালিকানাধীন এই ওই গোডাউনে এই আগুন লেগেছিল।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, তুলা তৈরির ওই কারখানায় মেশিনের সর্ট সার্কিট থেকে আগুন লাগে। পরে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ৩টি ও সাভার ফায়ার সার্ভিসের আরো ২টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুণ নিয়ন্ত্রণে আনে।
ময়েজ মোল্লা কুসুম জানান, তার ঝুট গোডাউনের এক পাশে কাপড়ের টুকরো ও অপর পাশে তুলা তৈরির কারখানা ছিল। আজ দুপুরে হঠাৎ গোডাউনে আগুন লেগে তুলা তৈরির মেশিন ও মালামাল পুড়ে প্রায় ৭০-৮০ লাখ টাকার ক্ষতি হয় তার।
ঢাকাটাইমস/১০ডিসেম্বর/ইএস

মন্তব্য করুন