চুলের রং আর স্ট্রেইটনারে বাড়ছে স্তন ক্যানসার!

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৪ ডিসেম্বর ২০১৯, ১১:৩৩
অ- অ+

বেশিরভাগ ক্যানসারের ক্ষেত্রেই নির্দিষ্ট কোনো কাজ, খাবার বা অভ্যাসের প্রভাব রয়েছে বলে এখনও প্রমাণ করতে পারেনি চিকিৎসাবিজ্ঞান। ক্যানসারের নানা কারণ থাকতে পারে। বিষয়টি সত্যিই বেশ জটিল। জিনগত এবং পরিবেশের মিশেলেও ক্যানসার হতে পারে বলে দাবি বিশেষজ্ঞদের। আর বিজ্ঞানীরা ক্যানসার গবেষণার ক্ষেত্রে সেগুলিকেই নিষেধ বা নিয়ন্ত্রণ করতে বলেন যেগুলি থেকে প্রবণতা বাড়তে পারে।

ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের একটি গবেষণায় সম্প্রতি সামনে এসেছে, পারমানেন্ট হেয়ার ডাই মহিলাদের স্তন ক্যানসারের ঝুঁকি বাড়িয়ে তোলে। চলতি মাসে ডিসেম্বরে অনলাইনে প্রকাশিত ইন্টারন্যাশনাল জার্নাল অফ ক্যানসারের এই রিপোর্টের দাবি, পারমানেন্ট হেয়ার ডাই মহিলাদের স্তন ক্যানসারের প্রবণতা প্রায় ৯ শতাংশ বাড়িয়ে তোলে।

বিশেষ করে, আফ্রিকা ও আমেরিকার নারীদের উদাহরণ টেনে ব্যাখ্যা করেছেন বিশেষজ্ঞরা। তারা দাবি করেছেন, প্রতি ৫ থেকে ৮ সপ্তাহ বা তার বেশি সময় পর পর পারমানেন্ট হেয়ার ডাই করালে স্তন ক্যানসারের ঝুঁকি ৬০ শতাংশ বেড়ে যায়। তবে সেমি পারমানেন্ট বা টেমপোরারি ডাই এর মধ্যে পড়ে না।

তবে কি পারমানেন্ট ডাইয়ে ব্যবহারকারী কেমিক্যাল একেবারেই নিষিদ্ধ করা উচিত? বিশেষজ্ঞরা তা নিয়ে নিশ্চিত কিছু না বললেও, এ নিয়ে বিস্তর গবেষণার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন তারা।

একইসঙ্গে বলা হয়েছে, যারা প্রতি ৫ থেকে ৮ সপ্তাহে চুল স্ট্রেট করান তাদেরও ৩০ শতাংশ বেশি স্তন ক্যানসারের প্রবণতা রয়েছে।

ঢাকা টাইমস/১৪ডিসেম্বর/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আধাঘণ্টার ব্যবধান: মোহাম্মদপুরে ফটোগ্রাফার, হাজারীবাগে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ছুরিকাঘাতে খুন
বিচারপতি আবদুর রউফ স্মরণে জীবনালেখ্য ও দোআ অনুষ্ঠিত
ইয়েমেনের দুই বন্দরে ইসরায়েলের বিমান হামলা
চাঁদপুরে পুলিশ কর্মকর্তার চুরি যাওয়া অস্ত্র ঢাকায় উদ্ধার, আটক ২
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা