কুড়িগ্রামে সব্যসাচী লেখক সৈয়দ হকের ৮৫তম জন্মজয়ন্তী কাল

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম
  প্রকাশিত : ২৬ ডিসেম্বর ২০১৯, ২০:৩৭
অ- অ+

সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ৮৫তম জন্মজয়ন্তী শুক্রবার (২৭ ডিসেম্বর) পালিত হবে। দিবসটি পালনে জেলা প্রশাসন থেকে নেয়া হয়েছে নানা কর্মসূচি। এবারই কবির সমাধির পাশেই দিনব্যাপী বইমেলার আয়োজন করা হয়েছে।

এ ব্যাপারে কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজুর রহমান জানান, দিনের শুরুতে সকাল ১০টায় জেলা প্রশাসন, জেলা শিল্পকলা একাডেমি, কুড়িগ্রাম প্রেসক্লাব, সম্মিলিত সাংস্কৃতিক জোট, জেলা আইনজীবী সমিতি, কুড়িগ্রাম সরকারি কলেজসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ শোভাযাত্রাসহ দেশবরেণ্য এই লেখকের সমাধিতে পুষ্পার্ঘ অর্পণ করা হবে। পরে পিটিআই ইনাস্টটিউটে আয়োজন করা হবে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

মেলা উদযাপন কমিটির সদস্য ও কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর এসএম আব্রাহাম লিংকন জানান, স্বল্প পরিসরে কবির সমাধিক্ষেত্রে বই মেলার আয়োজন করা হয়েছে। এবারে চারটি স্টল অন্যান্য লেখকের পাশাপাশি এই লেখকের বিভিন্ন লেখা নিয়ে বইয়ের পসরা সাজাবে।

দেশবরেণ্য এই কথা সাহিত্যিক সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক ১৯৩৫ সালের ২৭ ডিসেম্বর কুড়িগ্রাম শহরের থানা পাড়ায় জন্মগ্রহণ করেন।

(ঢাকাটাইমস/২৬ডিসেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২০৩০ সালের মধ্যে ১৫০ পৌরসভায় শেষ হবে বর্জ্য ব্যবস্থাপনার কাজ: অতিরিক্ত প্রধান প্রকৌশলী
উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল মারল কে?
কিছু ঘটলেই যমুনায় যাওয়ার প্রবণতা সহ্য করা হবে না: উপদেষ্টা মাহফুজ 
সিলেট থেকে ৪১৮ যাত্রী নিয়ে মদিনায় গেল প্রথম হজ ফ্লাইট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা