ব্যাটালিয়নের প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএসএফকে মিষ্টি খাওয়াল জয়পুরহাট বিজিবির

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
ঢাকাটাইমস
| আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৯, ২০:২৬ | প্রকাশিত : ২৭ ডিসেম্বর ২০১৯, ২০:২৩

জয়পুরহাট-২০বিজিবি ব্যাটালিয়নের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ভারতীয় সীমান্ত রক্ষি বাহিনী বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার সকাল সাড়ে ১১টায় দিনাজপুরের হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শূন্যরেখায় এ মিষ্টি বিতরণ হয়।

বিজিবির হিলি বিওপি ক্যাম্প কমান্ডার শাহ আলম ভারতের হিলি বিএসএফের কোম্পানি কমান্ডার এসি জদদিশ প্রসাদ দুই বাহিনীর পক্ষে এ শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় বিজিবির পক্ষ থেকে হিলি বিওপি ক্যাম্প কমান্ডার শাহ আলম বিএসএফের কোম্পানি কমান্ডার এসি জদদিশ প্রসাদ হাতে ১০ প্যাকেট মিষ্টি তুলে দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানান ও একে অপরের কুশল বিনিময় করেন।

বিজিবির হিলি বিওপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার শাহ আলম জানান, সীমান্তে সৌহার্দ্য, সম্প্রতি, ভাতৃত্ববোধ বজায় রেখে দুই বাহিনী যেন তাদের কাজ করতে পারে এলক্ষ্যে দুদেশের বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবগুলিতে সীমান্তে বিজিবি ও বিএসএফ একে অপরকে মিষ্টিসহ বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে থাকে। এ ধরনের রেওয়াজ দীর্ঘদিন ধরেই হিলি সীমান্তে দুবাহিনীর মাঝে চলে আসছে, এতে করে দুবাহিনীর মাঝে সম্পর্ক আরো সুদৃঢ় হবে।

এদিকে বিজিবির প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে জয়পুরহাট বিজিবি ব্যাটালিয়নে আলোচনা সভা, প্রীতিভোজ সহ নানা কর্মসূচির মধ্যে দিয়ে দিনটি পালন করা হয়।

ঢাকাটাইমস/২৭ডিসেম্বর/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :