নদী বন্দরে প্রবেশ ফি-ইজারা ও কুলি হয়রানি বন্ধের দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ জানুয়ারি ২০২০, ২১:২৩
অ- অ+

রাজধানীর সদরঘাটসহ দেশের সকল নদী বন্দরে প্রবেশ ফি, নৌ ঘাটে ইজারা প্রথা বাতিল ও কুলি হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন করেছে ‘লঞ্চ যাত্রী ঐক্য পরিষদ’।

শুক্রবার বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

লঞ্চ যাত্রী ঐক্য পরিষদের সহ-সভাপতি হাসান আল মেহেদীর সঞ্চালনায় সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আল মামুন বলেন, 'সম্পূর্ণ অযৌক্তিকভাবে বিআইডব্লিউটিএ এই প্রবেশ মূল্য নিচ্ছে। লঞ্চ টার্মিনালে প্রবেশ ফি বৃদ্ধি করেছে। যা গত ১ অক্টোবর থেকে কার্যকর হয়েছে। ১৯৫৮ সালের বিআইডব্লিউটিএ’র অধ্যাদেশ অনুসারে ফি নির্ধারণের ক্ষমতা দেওয়া হয়েছে।'

ফি বাড়াতে হলে বিধিমালা করার বিষয় আইনে উল্লেখ থাকলেও এখন পর্যন্ত বিধিমালা করা হয়নি উল্লেখ করে তিনি বলেন, 'স্বেচ্ছাচারীভাবে অফিস আদেশের মাধ্যমে ফি নির্ধারণ করছে বিআইডব্লিউটিএ। যখন খুশি তখন ফি নির্ধারণ করছে। অধ্যাদেশ অনুসারে ফি নির্ধারণ প্রজ্ঞাপন আকারে প্রকাশ করতে হবে, যা মানছে না সংস্থাটি।'

সংগঠনটির সাধারণ সম্পাদক আরিফা আক্তার পিংকি বলেন, 'সদরঘাটসহ দেশের সবগুলো নদী বন্দরে যাত্রী হয়রানি এখনো বন্ধ হয়নি। প্রতিনিয়ত কুলি নামক চাঁদাবাজরা সাধারণ যাত্রীদের হয়রানি করছে। এসব বিষয়ে প্রশাসন যথাযথ ব্যবস্থা না নিয়ে প্রবেশ ফি দ্বিগুণ করাও একটা চাঁদাবাজি।'

মানববন্ধনে উপস্থিত হয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী আবু তালেব বলেন, 'সংবিধানের ৮৩ অনুচ্ছেদ অনুযায়ী- জাতীয় সংসদে আইন পাস না করে জনগণের ওপর কর আরোপ করা যাবে না। কিন্তু কোনো আইন ও কর্তৃত্ববলে টোলের পরিমাণ বাড়ানো হয়েছে? লঞ্চে যাতায়াতের উদ্দেশ্যে মানুষ টার্মিনালে যায়। তাহলে সেখানে ঢুকতে টোল নেওয়া হবে কেন? আমি উচ্চ আদালতে রিট করেছি। আশা করছি দ্রুতই এই বিষয়ের নিষ্পত্তি হবে।'

মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির সাংঠনিক সম্পাদক জাহিদ প্রিন্স লিংকন, সহসভাপতি হাবিবুল বাহার বাচ্চু, সদস্য মাহমুদ, শরীফসহ প্রমুখ।

ঢাকাটাইমস/০৩জানুয়ারি/কারই/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২০৩০ সালের মধ্যে ১৫০ পৌরসভায় শেষ হবে বর্জ্য ব্যবস্থাপনার কাজ: অতিরিক্ত প্রধান প্রকৌশলী
উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল মারল কে?
কিছু ঘটলেই যমুনায় যাওয়ার প্রবণতা সহ্য করা হবে না: উপদেষ্টা মাহফুজ 
সিলেট থেকে ৪১৮ যাত্রী নিয়ে মদিনায় গেল প্রথম হজ ফ্লাইট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা