বোয়ালমারীতে শিক্ষা উপকরণ বিতরণ

ফরিদপুরের বোয়ালমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ। সোমবার এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় বিদ্যালয়টির ৩০ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেয়া হয়।
শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশে ঝোটন চন্দ বলেন, ‘একজন শিক্ষার্থীর জন্য প্রাথমিক স্তরই হচ্ছে শিক্ষার মূল কাঠামো তৈরির স্থান। তাই অভিভাবকদের কোমলমতি শিক্ষার্থীদের প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে।’
এ সময় আরো ছিলেন- উপজেলা ভাইস-চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, উপজেলা শিক্ষা কর্মকর্তা নার্গিস জাফরি, শাহ্ জাফর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ লিয়াকত হোসেন, সহকারী শিক্ষা কর্মকর্তা শেখ রাজু ইসলাম, মোদ্দাছের হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জাহিদুল ইসলাম, বোয়ালমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি জাহিদুল ইসলাম মন্নু, প্রধান শিক্ষক পারভীর আক্তার প্রমুখ।
(ঢাকাটাইমস/৬জানুয়ারি/এলএ)

মন্তব্য করুন