নাগরিকত্ব আইন ‘অসাংবিধানিক’: নোবেল বিজয়ী অমর্ত্য সেন

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ জানুয়ারি ২০২০, ১৬:১৪| আপডেট : ০৮ জানুয়ারি ২০২০, ১৬:৫৭
অ- অ+

ভারতে বিতর্কিত নাগরিকত্ব আইন (সিএএ)কে ‘অসাংবিধানিক’ বলে মন্তব্য করেছেন অর্থনীতিতে নোবেল বিজয়ী অমর্ত্য সেন। তার মতে, সুপ্রিম কোর্টের উচিত ওই আইন বাতিল করে দেওয়া।

দেশটির সংবাদমাধ্যম আনন্দবাজার জানায়, মঙ্গলবার বেঙ্গালুরুতে ইনফোসিস সায়েন্স ফাউন্ডেশনের একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অমর্ত্য সেন।

সিএএ নিয়ে নিজের মত জানাতে গিয়ে নোবেলবিজয়ী অর্থনীতিবিদ বলেন, ‘এটা সাংবিধানিক বিধি ভঙ্গ করছে।’ তিনি সংবিধান প্রণয়নের ইতিহাস তুলে ধরে বলেন, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব বিষয়টি আলোচিত হয়েছিল। সেখানে স্থির হয়েছিল যে ভেদাভেদ করার জন্য ধর্মকে ব্যবহার করা কখনই গ্রহণযোগ্য নয়।

তিনি আরো বলেন, ‘সুপ্রিম কোর্টের উচিত এই আইন বাতিল করে দেওয়া। নাগরিকত্বের সঙ্গে জড়িয়ে রয়েছে এমন মৌলিক অধিকারের ক্ষেত্রে কখনও ধর্মীয় ভেদাভেদের গণ্ডি কেটে দেওয়া যায় না। তার বদলে এক্ষেত্রে সত্যিই যেটা দরকার সেটা হচ্ছে, একজন কোথায় জন্মগ্রহণ করেছেন বা কী ধরনের নাগরিকত্ব আইন প্রয়োজন।’

নাগরিকত্বের বিষয়টিকে ধর্ম থেকে আলাদা করে দেখার পরামর্শ দিয়েছেন তিনি। সেই সঙ্গে সরকারকে মানুষের দুঃখ-দুর্দশাকে গুরুত্ব দিয়ে বিবেচনা করার পরামর্শও দিয়েছেন। তার মতে, গোষ্ঠীগত ভেদাভেদ তৈরি হলে তা শুধু সামাজিক জীবনেই প্রভাব ফেলে না, তা বুদ্ধিবৃত্তির উন্নতির ক্ষেত্রেও বাধা হয়ে দাঁড়ায়।

(ঢাকা টাইমস/০৮ জানুয়ারি/আরআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৪৩তম বিসিএসে বাদ পড়া ১৬২ জনকে নিয়োগের প্রজ্ঞাপন জারি  
অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ: মেধা তালিকায় নাম থাকলেও পদবঞ্চিত অনেকেই
ইসি পুনর্গঠনের দাবিতে বুধবার নির্বাচন ভবনের সামনে বিক্ষোভের ডাক এনসিপির
সাম্য হত্যার বিচার না হলে সারা দেশ অচল করে দেওয়া হবে, হুঁশিয়ারি ছাত্রদলের 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা