ধর্ষিতা ঢাবি শিক্ষার্থীর পক্ষে লড়বেন ২৫ আইনজীবী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ জানুয়ারি ২০২০, ১৯:১৮
ফাইল ছবি

রাজধানীর কুর্মিটোলায় ধর্ষণের শিকার ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর পক্ষে লড়বেন বাংলাদেশ আইন সমিতির সদস্যরা। সিনিয়র আইনজীবী আব্দুল্লাহ আবুর নেতৃত্বে ২৫ সদস্যের একটি আইনজীবী প্যানেল ঘোষণা করা হয়েছে।

বুধবার সংগঠনের সভাপতি ব্যারিস্টার সাজ্জাদ হোসেন ঢাকা টাইমসকে বলেন, এই ঘটনায় দ্রুততম সময়ে অভিযুক্ত গ্রেপ্তার করায় বাংলাদেশ আইন সমিতির পক্ষ থেকে আমরা সন্তোষ প্রকাশ করছি এবং র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

তিনি বলেন, ধর্ষিতাকে সবধরনের আইনি সহায়তা দিতে বাংলাদেশ আইন সমিতির পক্ষ থেকে আমরা ২৫ সদস্যবিশিষ্ট আইনজীবী প্যানেল ঘোষণা করেছি। এই প্যানেলের নেতৃত্ব দেবেন ঢাকা মহানগর পিপি মো. আবদুল্লাহ আবু।

আইনজীবী প্যানেলের অন্য সদস্যরা হলেন- আবদুল্লাহ মাহমুদ হাসান, মো. নিজামুল হক, গোলাম মোস্তফা খান, ইকবাল হোসেন, জাহাঙ্গীর আলম, মো. আনোয়ারুল কবির বাবুল, এ কে এম আলমগীর, চৈতন্য চন্দ্র হালদার, মো. মঞ্জুরুল আলম, মো. সাইফুল মালেক চৌধুরী, মো. তরিকুল ইসলাম, তাপস কুমার দাস, মো. রেজাউল করিম, আবদুল্লাহ আল মনসুর, মো. শাহীনুর ইসলাম, খাজা গোলামুর রহমান, মো. আবু হানিফ, মো. মাসুম মিয়া, মো. শাহ্ আলম মিছিল, মো. সাইফুল ইসলাম শাওন, মো. ওমর ফারুক আসিফ, সবুজ বাড়ৈ সজীব, মো. আতিকুর রহমান ও মো. রহিম মিয়া।

এর আগে এক বিবৃতিতে এই ধর্ষণকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় আইন সমিতি। একইসঙ্গে অপরাধীকে খুব দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার আহ্বান জানান আইনজীবীরা।

প্রসঙ্গত, গত রবিবার সন্ধ্যায় রাজধানীর কুর্মিটোলায় ওই ধর্ষণের ঘটনা ঘটে। সারাদেশে তোলপাড় সৃষ্টি করা এই ঘটনায় অভিযুক্ত মজনু মিয়াকে বুধবার ভোরে গ্রেপ্তার করেছে র‌্যাব।

(ঢাকাটাইমস/০৮জানুয়ারি/এআইএম/জেবি)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

আফতাবনগরে পশুর হাট বসানোয় হাইকোর্টের নিষেধাজ্ঞা

তিন মাসের ব্যবধানে আরেক মামলায় খালাস পেলেন গোল্ডেন মনির

আহসানউল্লাহ মাস্টার হত্যামামলা: আপিল শুনানি দ্রুত করতে আসামির আবেদন

পরিবেশ রক্ষায় ঢাকাসহ সারাদেশে গাছ কাটা বন্ধে হাইকোর্টে রিট

এ জে মোহাম্মদ আলীর সম্মানে আপিল ও হাইকোর্ট বিভাগে বিচারকাজ বন্ধ ঘোষণা

সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী আর নেই

লভ্যাংশের টাকা আত্মসাৎ মামলা: ড. ইউনূসের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

সম্মিলিত প্রচেষ্টায় বিচার বিভাগ আরও শক্তিশালী হবে: প্রধান বিচারপতি

জি কে শামীমের জামিন ঘিরে আবারও প্রতারণা, এক সপ্তাহ নিষিদ্ধ আইনজীবী 

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিবের বিরুদ্ধে মামলা

এই বিভাগের সব খবর

শিরোনাম :