গান আমার আত্মার খোরাক: ঐন্দ্রিলা

বিনোদন প্রতিবেদক
  প্রকাশিত : ১৯ জানুয়ারি ২০২০, ০৯:৪৩| আপডেট : ১৯ জানুয়ারি ২০২০, ১২:০৭
অ- অ+

বর্তমান সময়ের তরুণ কণ্ঠশিল্পী ঐন্দ্রিলা আক্তার বিথী। দেশের সংগীত জগতে এখন নতুনরাই রাজত্ব করছেন। তারা গান গাইছেন বিভিন্ন অ্যালবাম ও মিউজিক ভিডিওতে। সেগুলো ইউটিউবসহ অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়াতে বেশ পরিচিতিও পাচ্ছেন। ঐন্দ্রিলা তাদের অন্যতম। এই শিল্পী বলেন, ‘গান আমার আত্মার খোরাক আর নাচ মিশে আছে রক্তে। এ দুটিকে নিয়েই এগোতে চাই।’

নিজের উত্থান সম্পর্কে ঐন্দ্রিলা বলেন, ‘আমি নাচ শুরু করি ২০০৩ সাল থেকে। বাংলাদেশ শিশু একাডেমীতে নাচ ও গানের উপর কোর্স করেছি। এরপর নৃত্যম নৃত্যশীলন কেন্দ্রে শুদ্ধেয় গুরুমা তামান্না রহমানের কাছে মনিপুরি নৃত্যর তালিম নিয়েছি, এখনও নিচ্ছি। ২০০৬ সালে বাংলাদেশ মৌসুমী প্রতিযোগীতায় জাতীয় পুরস্কার পেয়েছি।’

বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে আমি নাচ ও গানে তালিকাভুক্ত শিল্পী হিসেবে আছেন ঐন্দ্রিলা। সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রোগ্রামে তিনি দেশে ও বিদেশে যেমন নেপাল, ভারত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশে অংশগ্রহণ করেছেন। এছাড়া নাচে ইন্দোনেশিয়ান অ্যাম্বাসির সহ-নৃত্যশিল্পী হিসেবেও কাজ করছেন।

গান শেখা সম্পর্কে এই শিল্পী বলেন, ‘গানের শুরু ২০০৫ সালে সুরার্চনা সংগীতালয় থেকে। এর প্রতিষ্ঠাতা ভারতের প্রখ্যাত পন্ডিত অজয় চক্রবর্তীর ছাত্র শ্রদ্ধেয় রাম কুমার মল্লিক স্যারের কাছে শাস্ত্রীয় সংগীতের তালিম নিয়েছি। আমার গুরুজি গত বছরের ১৩ জুলাই পৃথিবী ছেড়ে চলে গেছেন। নাচ ও গানের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমি প্রথম হয়েছি।’

ঐন্দ্রিলা আরো জানান, ছোটবেলা থেকে মৈত্রি সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে তিনি অনেক মঞ্চনাটক করেছেন। তার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘খ্যাতির বিড়ম্বনা’, ‘ডাক ঘর’ উল্লেখযোগ্য। তিনি বলেন, ‘আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার মায়ের আশা পূরণ করতে পারি এবং সুন্দর সুন্দর গান উপহার দিতে পারি।’

ঐন্দ্রিলার জন্ম ১৯৯৮ সালের ১ অক্টোবর। তার বাবার নাম ইউসুফ আলী, মায়ের নাম নুপুর। গান ও নাচের পাশাপাশি ঐন্দ্রিলা পড়াশোনাও চালাচ্ছেন। তার ইচ্ছা বড় সংগীতশিল্পী হয়ে মায়ের মুখ উজ্জ্বল করা। ঐন্দ্রিলার কথা, ‘জীবনে যা কিছু শিখেছি, যতটুকু পথ চলেছি, সেসবের অবদান আমার মায়ের।’

ঢাকাটাইমস/১৯জানুয়ারি/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টানা তিন দিন বৃষ্টির সম্ভাবনা, পাঁচ দিনের শেষে কমবে প্রবণতা
থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুদের সহায়তায় আইএফআইসি ব্যাংকের রক্তদান কর্মসূচি
নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের গাজীপুর শাখা
স্বৈরাচারের আগমন প্রতিহত করতে বৃহত্তর ঐক্য প্রয়োজন: উপদেষ্টা পরিষদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা