ইসমাত আরার মৃত্যুতে মধুমেলার উদ্বোধনী অনুষ্ঠান বাতিল

মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৬তম জন্মবার্ষিকী উপলক্ষে কবির জন্মভূমি যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে আজ বুধবার থেকে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী মধুমেলা। স্থানীয় সংসদ সদস্য ও সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক ইন্তেকাল করায় মেলার উদ্বোধন অনুষ্ঠান বাতিল করা হয়েছে। এজন্য এবার আনুষ্ঠানিক উদ্বোধন ছাড়াই মেলা শুরু হবে।
যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ বলেন, মধুমেলার উদ্বোধনী অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কেএম খালিদ এমপির উপস্থিত থাকার কথা ছিল। মঙ্গলবার সাংসদ ইসমাত আরা সাদেকের মৃত্যু হওয়ায় মেলার উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হয়েছে। তবে মেলার দ্বিতীয় দিন থেকে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুষ্ঠিত হবে।
এদিকে, মেলায় ঐতিহ্যবাহী যাত্রাপালা, সার্কাসসহ বিভিন্ন প্রদর্শনী ও বিচিত্রা অনুষ্ঠানের আয়োজন থাকছে। এর পাশাপাশি মেলার মাঠে বিসিক ও গ্রামীণ পণ্যের ছোট-বড় প্রায় দুই হাজার স্টল বসছে। ইতিমধ্যে কবির জন্মগৃহ, মধুপল্লী, মধুমঞ্চ, পর্যটন কেন্দ্র ও সাগরদাঁড়ির ডাকবাংলো ও এর আশপাশ সুসজ্জিত করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে সপ্তাহব্যাপী মধুমেলার মাঠসহ আশপাশ এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি র্যাবের টহল থাকবে। সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জেলা প্রশাসনের আয়োজনে অন্যান্য বছরের মতো এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।
(ঢাকাটাইমস/২২জানুয়ারি/জেবি)

মন্তব্য করুন