সাতক্ষীরায় ভুয়া চিকিৎসক আটক

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ জানুয়ারি ২০২০, ২২:৫৭
অ- অ+

চক্ষু চিকিৎসকের নামে প্রতারণা করার অভিযোগে সাতক্ষীরার ঝাউডাঙ্গা এলাকা থেকে আবদুল মালেক মণ্ডল নামে এক ভুয়া ডাক্তারকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় এলাকাবাসী তাকে আটক করে পুলিশে দেন।

সদর উপজেলার ঝাউডাঙ্গা এলাকার স্থানীয় বাসিন্দারা জানান, আবদুল মালেক একজন ভারতীয় নাগরিক। তিনি কোলকাতা থেকে চক্ষু চিকিৎসাবিদ্যা গ্রহণ করেছেন দাবি করে মাইকিংয়ের মাধ্যমে চিকিৎসা দিয়ে আসছেন। ঝাউডাঙ্গা বাজার, সরসকাটি বাজার, কলারোয়া বাজার, বামনখালি বাজার, বুধহাটা বাজারসহ ১০টি স্থানে রয়েছে তার চেম্বার। কম টাকায় চিকিৎসার নামে তিনি অপচিকিৎসা দিয়ে আসছিলেন বলে গ্রামবাসীর অভিযোগ।

সকালে আবদুল মালেক মাইকিং করে চিকিৎসা দেয়ার প্রচার চালানোর সময় গ্রামবাসী তাকে চ্যালেঞ্জ করে। এ সময় তিনি স্বীকার করে বলেন, তিনি বাংলাদেশে ক্লাস এইট পর্যন্ত লেখাপড়া করেছেন। এছাড়া ভারতের আয়ুর্বেদ শাস্ত্রের কয়েকটি সার্টিফিকেট আছে তার। ভারতীয় এই নাগরিক থাকেন সাতক্ষীরা শহরের মধুমোল্লারডাঙ্গি গ্রামে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকাটাইমস/২৩জানুয়ারি/কেএম/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা