স্টোকসকে জরিমানা, জোহানেসবার্গে এগিয়ে ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ জানুয়ারি ২০২০, ১২:৫৪
অ- অ+

আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যাওয়ার মুখে দর্শকের সঙ্গে মৌখিক ঝামেলায় জড়িয়ে পড়ার জের। শাস্তি স্বরূপ জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চতুর্থ টেস্টে ম্যাচ ফি’র ১৫ শতাংশ কাটা গেল ইংরেজ অলরাউন্ডার বেন স্টোকসের। সঙ্গে তার নামের পাশে যোগ হলো একটি ডিমেরিট পয়েন্ট। আইসিসির কোড অব কন্ডাক্টের লেভেল ১ অপরাধে দন্ডিত করা হয়েছে স্টোকসকে।

আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন আপত্তিকর শব্দ ব্যবহার করার অভিযোগে শাস্তি স্বরূপ এই ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে তার নামের পাশে। একইসঙ্গে ম্যাচ ফির ১৫ শতাংশ কাটা গেল ইংরেজ অলরাউন্ডারের। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের এই শাস্তির নিদান যদিও মাথা পেতে নিয়েছেন স্টোকস।

উল্লেখ্য, আইসিসির নিয়মানুসারে ২৪ মাস অর্থাৎ এক বছর সময়কালের মধ্যে আর তিনটি ডিমেরিট পয়েন্ট যোগ গেলে এক ম্যাচ সাসপেন্ড হতে হবে ইংল্যান্ড অল-রাউন্ডারকে।

এদিকে জোহানেসবার্গে সিরিজের নির্ণায়ক টেস্টে বড়সড় অ্যাডভান্টেজ ইংল্যান্ড। প্রথম ইনিংসে থ্রি-লায়ন্সদের ৪০০ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে ৮৮ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকছে দক্ষিণ আফ্রিকা। দশম উইকেটে মার্ক উড ও স্টুয়ার্ট ব্রডের রেকর্ড ৮২ রানের পার্টনারশিপে ভর করে জো’বার্গে প্রথম ইনিংসে ৪০০ রানে তাদের ইনিংস শেষ করে ইংল্যান্ড। ২৮ বলে ঝোড়ো ৪৩ রান করে ব্রড আউট হলেও ৩৫ রানে অপরাজিত থেকে যান মার্ক উড। দক্ষিণ আফ্রিকার হয়ে বল হাটে সবচেয়ে সফল অ্যানরিচ নর্তজে দখল করেন ৫ উইকেট।

এরপর বল হাতেও আগুন জোহানেসবার্গের পিচে আগুন ঝরান উড। নেন ৩ উইকেট। শনিবার ম্যাচের দ্বিতীয় দিন শেষে ৬ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে মাত্র ৮৮ রান তুলেছে প্রোটিয়ারা। ইংরেজ বোলারদের সামনে সেই অর্থে সফল হতে পারেননি দক্ষিণ আফ্রিকার কোনও ব্যাটসম্যানই। ৪৪ বলে সর্বোচ্চ ৩২ রান করে দিনের শেষে অপরাজিত কুইন্টন ডি কক। এখনও প্রথম ইনিংসে ৩১২ রানে পিছিয়ে প্রোটিয়ারা। সবমিলিয়ে নির্ণায়ক টেস্টের দ্বিতীয়দিনের শেষে যা অবস্থা তাতে সিরিজে আপাতত ২-১ ব্যবধানে এগিয়ে থাকা ইংল্যান্ডের সিরিজ জয় কার্যত নিশ্চিতই বলা যায়।

(ঢাকাটাইমস/২৬ জানুয়ারি/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্বাস্থ্যে ফ্যাসিবাদীর দোসররা চান না মানুষের সেবা নিশ্চিত হোক: ডা. রফিক
অতিরিক্ত কারা মহাপরিদর্শক হলেন জাহাঙ্গীর কবির
১২ দলীয় জোট কোনো প্রার্থিতা ঘোষণা করেনি: জামাল হায়দার
এখন বিদ্যুৎ বিল দেয়া যাচ্ছে বিকাশ মার্চেন্ট পয়েন্ট থেকেও
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা