হবিগঞ্জে চা-শ্রমিকদের সরকারি অনুদান

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩১ জানুয়ারি ২০২০, ১৭:১৪

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকারি অনুদান দেয়া হয়েছে। শুক্রবার সকালে সমাজসেবা কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে এ অনুদানের চেক বিতরণ করেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।

এসময় প্রতিমন্ত্রী বলেন, ‘শেখ মুজিবুর রহমান চা-শ্রমিকদের ভোটের অধিকার দিয়েছেন, তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনা চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নে আর্থিক অনুদান, রেশন সুবিধা, লেখাপড়ার সুবিধা, চিকিৎসাসেবা দিচ্ছেন।’

তিনি জানান, চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানসহ দেশের সকল পর্যটন এলাকা উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী ২০ হাজার কোটি টাকা দিয়েছেন।

প্রতিমন্ত্রী মাহবুব আলী আরো জানান, ২০১৮-১৯ অর্থ বছরে উপজেলার পাঁচটি চা-বাগানের তিন হাজার ৭৪৯ জন শ্রমিক এক কোটি ৪৭ লাখ ৪৫ হাজার টাকা পেয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাশনূভা নাশতারানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোলায়মান মজুমদার, ভাইস-চেয়ারম্যান মজিব উদ্দীন তালুকদার, আওয়ামী লীগ সভাপতি শাহ মুসলিম, চেয়ারম্যান শফিকুল ইসলাম, তৌফিকুল আলম চৌধুরী, সুকোমল রায় প্রমুখ।

(ঢাকাটাইমস/৩১জানুয়ারি/পিএল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :