দাখিল পরীক্ষায় প্রক্সি, মাদ্রাসা সুপারসহ আটক ১৪

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি ২০২০, ২০:৪৩

বগুড়ার শেরপুরে দাখিল পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ১২ ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। এ সময় দুই মাদ্রাসা সুপারকেও আটক করা হয়। রবিবার পরীক্ষা চলাকালে বেলা ১২টায় উপজেলার ধনকুন্ডি আয়েশা মওলা বক্স দাখিল মাদ্রাসা কেন্দ্রে থেকে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে দুই সুপারকে এক মাস করে কারাদণ্ড দেয়া হয়।

আটক মাদ্রাসা সুপাররা হলেন, মধ্যভাগ দাখিল মাদ্রাসার সুপার গুয়াগাছি গ্রামের আজিজুলের ছেলে আকবর আলী ও নাকুয়া দাখিল মাদ্রাসার সুপার রায়গঞ্জ উপজেলার আবুদিয়া গ্রামের মৃত আহমদ আলীর ছেলে সেলিম উদ্দিন।

উপজেলার সীমাবাড়ি ইউনিয়নে ধনকুন্ডি এলাকায় আয়েশা মওলা বক্স দাখিল মাদ্রাসা কেন্দ্রে ১২ জন ভুয়া পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে, এমন গোপন সংবাদে সহকারী কমিশনার (ভূমি) জামশেদ আলাম রানা গিয়ে ১২ পরীক্ষার্থীসহ দুজন সুপারকে আটক করে।

সহকারী কমিশনার (ভূমি) জামশেদ আলম রানা বলেন, ওই মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষা চলাকালে গোপনে ভুয়া পরীক্ষার্থীদের সম্পর্কে জানতে পেরে তাদের যাচাই-বাছাই করা হয়। এক পর্যায়ে তাদের প্রবেশপত্রের সঙ্গে ছবি ও নামের মিল না থাকায় তাদের আটক করা হয়।

আটক দুই সুপারকে এক মাস করে কারাদণ্ড দেয়া হয়েছে এবং ১২ জন ভুয়া পরীক্ষার্থীকে থানায় সোপর্দ করা হয়েছে।

(ঢাকাটাইমস/৯ফেব্রুয়ারি/কেএম/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :