কিশোরগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী

কিশোরগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি ২০২০, ১৮:১০

কিশোরগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা ইউনিটের উদ্যোগে আলোচনা সভা ও র‌্যালি বের করা হয়। বুধবার সকালে ইসলামিয়া সুপার মার্কেট থেকে র‌্যালি বের হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কিশোরগঞ্জ আখড়া বাজার ব্রিজ চত্বরে এক সাংবাদিক সমাবেশে মিলিত হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন- বিআরডিবির সাবেক পরিচালক নিজাম উদ্দিন ও প্রধান আলোচক ছিলেন কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও এটিএন বাংলার জেলা প্রতিনিধি সাইফুল মালেক চৌধুরী।

জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা ইউনিটের সদস্য সচিব আমিনুল হক সাদীর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন- করিমগঞ্জ ইউনিটের সভাপতি শেখ আবুল মনসুর লনু, কিশোরগঞ্জ সদর ইউনিটের সভাপতি শামসুল মালেক চৌধুরী লিটন, পুরান থানা ইউনিটের সভাপতি মোবারক হোসেন খান, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি হাফিজুর রহমান সুমন, কালের দর্পন সম্পাদক শফিক কবীর, প্রতিদিন সংবাদের সম্পাদক ফারুকুজ্জামান ফারুক, নিউজ ১৭ বিডি ডট কমের সম্পাদক আবু সাঈদ, দৈনিক আজকের সারাদিনের স্টাফ রিপোর্টার ইমরান হোসেন, মাপসাস এর কিশোরগঞ্জ জেলার আঞ্চলিক পরিচালক বিল্লাল হোসেন, পাকুন্দিয়া ইউনিটের এমএ হান্নান, দৈনিক স্বাধীন বাংলার জেলা প্রতিনিধি কাউসার আহমেদ, বিডি চ্যানেল ফোরের ফরহাদ ইসলাম প্রমুখ।

বক্তারা সাংবাদিক দম্পত্তি সাগর-রুনির হত্যায় জড়িতদের বিচার বিলম্বিত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন এবং অবিলম্বে অপরাধীদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান। এছাড়াও নিউজ২৪টিভির সাংবাদিক ও ক্যামেরা পার্সনকে মারধরের ঘটনায় তীব্র নিন্দা জানান।

(ঢাকাটাইমস/১২ফেব্রুয়ারি/পিএল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :