জিম্বাবুয়ে শিবিরে শাহাদাত-শরিফুলের আঘাত

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২০, ১৪:০৩ | প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি ২০২০, ১৩:৪৭

প্রথম সাফল্যের মুখ দেখতে লম্বা সময় অপেক্ষা করতে হলেও, দ্বিতীয় ও তৃতীয় সাফল্য দ্রুতই ধরা দিল বিসিবি একাদশের কাছে। জিম্বাবুয়ে দলের অধিনায়ক ক্রেইগ আরভিনকে সাজঘরে ফিরিয়ে স্বাগতিকদের দ্বিতীয় সাফল্য এনে দেন শাহাদাত হোসেন। এর কিছুক্ষণ পর শরিফুল ইসলামের হাত ধরে আসল তৃতীয় সাফল্য।

ব্যক্তিগত ১০ রানে সুমন খানের হাতে ক্যাচ দিয়ে আউট হন আরভিন। তার বিদায়ে দলীয় ১২৫ রানে দ্বিতীয় উইকেট হারায় সফরকারীরা। এর কিছুক্ষণ পর জিম্বাবুয়ে শিবিরে আবারও আঘাত হানে স্বাগতিকরা। এ যাত্রা শরিফুল আউট করে ব্রায়ান মুজিঙ্গানিয়ামাকে। এর ফলে দলীয় ১৩০ রানে তৃতীয় উইকেট হারায় সফরকারীরা।

এর আগে অধিনায়ক আল-আমিন জুনিয়রের হাত ধরে ম্যাচে প্রথম সাফল্যের মুখ দেখে স্বাগতিকরা। শরিফুল ইসলামের বলে প্রিন্স মাসভাউরের ক্যাচ হাতছাড়া করেছিলেন আল-আমিন। মধ্যাহ্ন ভোজের বিরতির পর মাসভাউরেকে আউট করে যেন সেই ভুলেনই প্রায়শ্চিত্ত করেন তিনি।

ব্যক্তিগত ৪৫ রানে মাসভাউরে বিদায় নিয়ে দলীয় ১০৫ রানে প্রথম উইকেট হারায় সফরকারীরা। এর আগে প্রথম সেশনে ৫১ রান নিয়ে মাঠ ছাড়ার পর দ্বিতীয় সেশনে আর ব্যাট করতে নামেননি কেভিন কাসুজা।

(ঢাকাটাইমস/১৮ ফেব্রুয়ারি/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :