চলচ্চিত্রে নয়া জুটি নিলয়-মুক্তা

বিনোদন প্রতিবেদক
  প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি ২০২০, ১০:৩৭
অ- অ+

প্রথমবার সিনেমা নির্মাণ করতে চলেছেন জনপ্রিয় নাট্যনির্মাতা কৌশিক শংকর দাশ। সিনেমার নাম ‘পাঞ্চ’। জিরো আওয়ার ফিল্মসের ব্যানারে নির্মিতব্য এ সিনেমার মধ্য দিয়ে সাত বছর পর বড় পর্দায় ফিরছেন অভিনেতা নিলয় আলমগীর। তার সঙ্গে প্রথমবার জুটি বাঁধছেন মেঘলা মুক্তা। ভারতীয় তেলেগু ভাষার ছবিতে অভিনয় করে আলোচনায় এসেছেন এই নায়িকা।

সিনেমাটি নির্মাণ প্রসঙ্গে পরিচালক কৌশিক শংকর দাশ বলেন, ‘আমি এতদিন চলচ্চিত্র বানাতে চাইনি। কারণ ছোট পর্দায় কাজ করে নিজেকে যথাযথ প্রস্তুত করতে চেয়েছিলাম। এখন মনে হচ্ছে, চলচ্চিত্র বানানোর জন্য আমার উপযুক্ত সময় এসেছে। তাই বড় পর্দায় কাজ করতে নেমেছি। সবার সহযোগিতা ও আশির্বাদ পেলে ভালো কিছু উপহার দেয়ার চেষ্টা করব।’

ছবির গল্প প্রসঙ্গে তিনি বলেন, ‘বর্তমানে পৃথিবীজুড়ে জনপ্রিয় খেলা মিক্সড মার্শাল আর্টের পটভূমিতে এই সিনেমার গল্প লেখা হয়েছে। দেখা যাবে, অনিচ্ছা সত্ত্বেও জাতীয় বক্সিং চ্যাম্পিয়ন কবির এই খেলার সঙ্গে জড়িয়ে পড়ে, যেখানে পর্দার আড়ালে ঘটে নানা অবৈধ কাজ। এ বিষয় নিয়ে কবিরের স্ত্রী আশার সঙ্গে দাম্পত্য কলহ শুরু হয়। এই খেলা নিয়ন্ত্রণ করে শাহবাজ খান। দেশের অত্যন্ত প্রভাবশালী ব্যবসায়ী। যে কিনা কবিরের জীবনটা পুরোপুরি ওলট পালট করে দেয়।

কবিরের ছোটবেলার বন্ধু এবং শাহবাজ খানের ম্যানেজার শামিম তাকে একটা ভালো জীবনের স্বপ্ন দেখায়। কিন্তু এক পর্যায়ে শাহবাজ খানের অন্যায় আদেশ কবির মানতে রাজী না হলে শুরু হয় নানা ষড়যন্ত্র। সেখান থেকে কবির কীভাবে নিজেকে এবং তার পরিবারকে রক্ষা করে, এসব নিয়েই এগিয়েছে সিনেমার গল্প।

নতুন জুটি নিলয় আলমগীর ও মেঘলা মুক্তার নতুন সিনেমা ‘পাঞ্চ’-এর কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন যৌথভাবে মোমিনুল হক এবং পরিচালক কৌশিক শংকর দাশ। বর্তমানে চলছে সিনেমার প্রি-প্রোডাকশনের কাজ। মার্চ থেকে শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

ঢাকাটাইমস/২৩ফেব্রুয়ারি/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজায় ইসরায়েলি হামলায় আরও ৭৮ ফিলিস্তিনি নিহত
ঢাকাসহ দেশের ৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
আজ পবিত্র আশুরা শোক ও ত্যাগের মহিমাময় দিন
‘ধামাকা শপিং’-এর চেয়ারম্যান এম আলীকে ধরে থানায় দিল জনতা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা