রাজশাহীতে খণ্ডিত পা নিয়ে চাঞ্চল্য

ব্যুরো প্রধান, রাজশাহী
  প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৪৮
অ- অ+

রাজশাহী মহানগরীর ডিঙ্গাডোবা এলাকায় কাটা একটি পা পাওয়া গেছে। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। পুলিশ পড়ে থাকা খণ্ডিত পা উদ্ধার করেছে। পুলিশ বলছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এলাকাবাসী জানান, ডিঙ্গাডোবা এলাকায় সড়ক সম্প্রসারণের কাজ চলছে। এই সড়কের পাশের একটি নিচু স্থানে একটি কাটা ডান পা পড়ে ছিল। মঙ্গলবার সকাল ১০টার দিকে পথচারীরা প্রথমে সেটি দেখতে পান। এরপর পুলিশে খবর দেয়া হয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ পা উদ্ধার করে নিয়ে যায়।

নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন খান বলেন, কেউ কাটা পা এনে এখানে ফেলে গেছে। ময়নাতদন্তের জন্য সেটি উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

ওসি জানান, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হবে। এটি কার পা বা কারা ফেলে গেছে সে বিষয়ে তদন্ত চলছে।

(ঢাকাটাইমস/২৫ফেব্রুয়ারি/কেএম/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজায় ইসরাইলি হামলায় একদিনে আরও ৭৪ ফিলিস্তিনি নিহত
Blending the Education with Nature
বর্ষায় রোগভোগ কাবু করে ফেলে শরীরকে, সুস্থ থাকতে যা খাবেন এবং যা খাবেন না
এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ আজ, ফল জানবেন যেভাবে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা