যথাসময়েই হবে অলিম্পিক: আইওসি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ মার্চ ২০২০, ১৬:২৯
অ- অ+

বিশ্বজুড়ে হু-হু করে ছড়িয়ে পড়ছে মারণ ভাইরাস নোভেল করোনা। এপিসেন্টার চীনে ইতিমধ্যেই সরকারি মতে মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে। তবে চীনের গণ্ডি ছাড়িয়েও মারণ এই ভাইরাস থাবা বসিয়েছে পৃথিবীর ৬০টিরও বেশি দেশে। বাদ যায়নি জাপানও। যে দেশে আগামী ২৪ জুলাই বসবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ অলিম্পিকের আসর। বিশ্বের ২০৬টি দেশের ১১ হাজারেরও বেশি অ্যাথলেটের সমাগম দেখবে জাপানের রাজধানী শহর টোকিও। এমন সময় মারণ ভাইরাস করোনার কারণে যথাসময়ে অলিম্পিক আয়োজন ঘিরে বিভ্রান্তিতে আয়োজক দেশ।

তবে কোনোরকম বিভ্রান্তি বা দোটানায় থাকার অবকাশ নেই। টোকিও শহরে যথাসময়েই বসবে অলিম্পিকের আসর। জানিয়ে দিলেন আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার প্রেসিডেন্ট থমাস ব্যাচ। মঙ্গলবার এক্সিকিউটিভ বোর্ড মিটিংয়ের পর আইওসি প্রেসিডেন্ট অলিম্পিকে অংশ নিতে চলা অ্যাথলিটদের পুরোদমে অনুশীলনের মধ্যে দিয়ে নিজেদের প্রস্তুত রাখতে বলেছেন অলিম্পিকের জন্য। ব্যাচের কথায়, ‘টোকিওতে ২০২০ অলিম্পিক গেম সফলভাবে আয়োজন করার বিষয়ে আমরা বদ্ধপরিকর।’

মঙ্গলবার অলিম্পিকের জন্য জাপানের বিশেষ ভারপ্রাপ্ত মন্ত্রী সেইকো হাসিমোতো প্রাথমিকভাবে জানিয়েছিলেন করোনাভাইরাসের কারণে আগামী ২৪ জুলাই থেকে শুরু হতে চলা অলিম্পিক স্থগিত হতে পারে। কিন্তু এই মুহূর্তে করোনা প্রভাবিত বিশ্বের প্রথমসারির দেশগুলির মধ্যে অন্যতম জাপানে অলিম্পিক আয়োজনের ব্যাপারে কোনো প্ল্যান ‘বি’ নেই আইওসির হাতে। তাই যথাসময়েই অনুষ্ঠিত হবে অলিম্পিক। জানিয়ে দিলেন থমাস ব্যাচ।

উল্লেখ্য, করোনা আতঙ্কে ইতিমধ্যেই বিশ্বজুড়ে বাতিল হয়েছে একাধিক স্পোর্টস ইভেন্ট। জাপানের সরকারি হিসাবে, এই মুহূর্তে করোনা ভাইরাসে আক্রান্ত হাজারেরও বেশি। প্রাণ হারিয়েছেন ১২ জন। এমন সময় করোনা ভীতি এড়িয়ে নির্দিষ্ট সময়ে অলিম্পিক আয়োজন করার বিষয়টি নিশ্চিত করে আইওসি প্রেসিডেন্ট অ্যাথলেটদের উদ্বুদ্ধ করেছেন। লুসানে থেকে অ্যাথলেটদের প্রতি বার্তা দিয়ে ব্যাচ জানিয়েছেন, ‘সমস্ত অ্যাথলেট ও ন্যাশনাল অলিম্পিক কমিটির প্রতি সবসময় আমাদের পূর্ণ সমর্থন থাকবে।’

(ঢাকাটাইমস/৪ মার্চ/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভ্যাপসা গরম ও ভিড়ের কারণে রমনা পার্কেও অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা
প্রেম এক অনিঃশেষ অনুভুতির নাম: এম এম মাহবুব হাসান-এর ‘প্রথম প্রেমের স্পর্শ’ নিয়ে এক শিহরিত শিল্প-ভ্রমণ
র‍্যাব-পুলিশের নজিরবিহীন নিরাপত্তা
গোপালগঞ্জে কারফিউ ১৪ ঘণ্টার জন্য শিথিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা