রূপগঞ্জে শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ মার্চ ২০২০, ২০:৪৯
অ- অ+

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বলাৎকার করতে দিতে রাজি না হওয়ায় হেফজ বিভাগের এক ছাত্রকে তার শিক্ষক পিটিয়ে আহত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার সকালে উপজেলার কাঞ্চন পৌরসভার কালাদী হাফিজিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা রূপগঞ্জ থানায় মামলা করেছেন। পরে শিক্ষক শাহজালালকে গ্রেপ্তার করে পুলিশ।

ওই শিক্ষার্থীর বাবা জানান, তার ছেলে কালাদী হাফিজিয়া মাদ্রাসার হেফজ বিভাগে পড়াশোনা করে আসছিল। বেশকিছু দিন ধরে মাদ্রাসার শিক্ষক শাহাজালাল তার ছেলেকে বলাৎকার করার জন্য বিভিন্ন সময় চাপ দিতেন। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে মাদ্রাসার দোতলায় শিক্ষক শাহাজালাল রবিউলকে ডেকে নিয়ে বলাৎকার করতে চেষ্টা করে। রবিউল বলাৎকার করতে রাজি না হওয়ায় শিক্ষক শাহজালাল রবিউলকে বেধড়ক পেটাতে থাকেন। পরে তার চিৎকারে মাদ্রাসার ছাত্র ও আশপাশের লোকজন এগিয়ে এলে শাহজালাল পালিয়ে যায়। পরে স্থানীয়রা শিক্ষার্থীকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তার করে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/১২মার্চ/কেএম/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পদত্যাগ নয়, আলোচনার মাধ্যমে সকল পক্ষ সমাধানে আসুন: এবি পার্টি
জনতার মেয়র হিসেবে আসন্ন কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় কাজ করবেন ইশরাক
‎টঙ্গীতে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ ‎
থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাইযোদ্ধা মোহাম্মদ হাসানের মৃত্যু, মরদেহ দেশে ফিরবে শনিবার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা