সাভারে আট মণ জাটকা জব্দ

নিজস্ব প্রতিবেদক, সাভার
  প্রকাশিত : ১৬ মার্চ ২০২০, ২১:২৩
অ- অ+

সাভারে একটি মৎস আড়তে অভিযান চালিয়ে আট মণ জাটকা জব্দ করা হয়েছে। যার মূল্য প্রায় চার লাখ টাকা। সোমবার সকালে উপজেলার রাজফুলবাড়িয়া বাজার মৎস আড়তে থাকা একটি পিকআপ থেকে এসব জাটকা জব্দ করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হারুন অর রশিদ।

তিনি জানান, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে ওই মাছের আড়তে জাটকা ইলিশ বিক্রি করছেন। গোপন সংবাদে সেখানে অভিযান চালিয়ে একটি পিকআপ ভ্যানে রাখা এসব জাটকা জব্দ করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক পিকআপচালক হাবিবুর রহমানকে মৎস সংরক্ষণ আইনে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মৎস্য কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, ‘জাটকা জব্দের সময় আমাদের উপস্থিতি টের পেয়ে অবৈধ মৎস ব্যবসায়ীরা পালিয়ে যায়।’

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মাহফুজের নির্দেশে জব্দ জাটকাগুলো স্থানীয় কয়েকটি এতিম খানা ও মাদ্রাসাসহ দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৬মার্চ/পিএল/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঐকমত‍্য কমিশনের কাজের অগ্রগতি এখনো অস্পষ্ট: এবি পার্টি 
নিষিদ্ধ দলের কার্যক্রম ও নাশকতা প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের
ই-কমার্সকে দারিদ্র্য বিমোচনের কম্পোনেন্ট করতে চাই: ফয়েজ আহমদ তৈয়্যব
২১ মে থেকে পুনরায় ফ্লাইট চালু করছে নভোএয়ার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা