সৌদি থেকে বিশেষ বিমানে দেশে ফিরলেন ৪০০ জন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ মার্চ ২০২০, ১৫:৪৬| আপডেট : ১৭ মার্চ ২০২০, ১৫:৫৯
অ- অ+

বিশেষ বিমান পাঠিয়ে সৌদি আরবের জেদ্দা থেকে ৪০০ বাংলাদেশিকে দেশে ফেরত এনেছে সরকার। এদের মধ্যে ৩১৭ জন ওমরাহ পালন করতে গিয়ে দেশটিতে আটকা পড়েছিলেন।

মঙ্গলবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম তার ভেরিফায়েড ফেইসবুকে আইডিতে এক স্ট্যাটাসে এই তথ্য জানান।

প্রতিমন্ত্রী ফেইসবুকে লিখেন, আজকে সকালে জেদ্দায় বিশেষ বিমান পাঠিয়ে আমরা ৪০০ জন বাংলাদেশের যাত্রীকে ফেরত এনেছি। যার মধ্যে ৩১৭ জন ওমরাহ করার জন্য গিয়ে আটকে পড়েছিলেন।

গত রবিবার অবশ্য বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক মো. মোকাব্বির হোসেন জানিয়েছিলেন, করোনাভাইরাসের কারণে সৌদি আরবের সিদ্ধান্ত অনুযায়ী দেশটিতে আসা-যাওয়ার সব ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছে। তবে শেষ ফ্লাইটটি মঙ্গলবার জেদ্দা ছাড়বে।

আর সেই ফ্লাইটে জেদ্দা ও মদিনা থেকে দেশে ফিরতে আগ্রহীদের ফ্লাইটে আসার অনুরোধ করেছিলেন মোকাব্বির হোসেন।

(ঢাকাটাইমস/১৭মার্চ/এনআই/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘ট্রায়াল অব সূর্যসেন’ নাটকের ৩৯তম মঞ্চায়ন শিল্পকলায়
মির্জা আব্বাসের ১৮ বাড়ির মামলার যুক্তিতর্ক ৩১ আগস্ট
‘বিজিবির মৎস্য সপ্তাহ-২০২৫’ কর্মসূচির উদ্বোধন করলেন বিজিবি মহাপরিচালক
ফেনী ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা