ভিয়েনায় বঙ্গবন্ধু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের জার্সি উন্মোচন

তানিম হাসান, অস্ট্রিয়া
  প্রকাশিত : ১৮ মার্চ ২০২০, ২১:৫৫
অ- অ+

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের জার্সি উন্মোচন করেছে বাংলাদেশ দূতাবাস ভিয়েনা। বাংলাদেশ দূতাবাস ভিয়েনা এবং বাংলাদেশ ক্রিকেট ক্লাব অস্ট্রিয়া যৌথভাবে এই টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে। আগামী জুনে মোট ছয় দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট।

গত মঙ্গলবার রাজধানী ভিয়েনায় দূতাবাস প্রাঙ্গণে এই জার্সি উন্মোচন করেন বাংলাদেশ দূতাবাসের রাষ্টদূত এম আবু জাফর।

এছাড়াও উপস্থিত ছিলেন দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স রাহাত বিন জামান, দূতালয় প্রধান তারাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবদুর রহিম পাকন, হাফিজুর রহমান নাসিম ও রুহি দাস সাহা।

উল্লেখ্য বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর এই বছরকে মুজিববর্ষ ঘোষণা করা হয়েছে। এই উপলক্ষে ভিয়েনার বাংলাদেশ দূতাবাস বছরব্যাপী কিছু অনুষ্ঠানের আয়োজন করেছে। এর অংশ হিসেবেই জুন মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে বঙ্গবন্ধু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট।

(ঢাকাটাইমস/১৮মার্চ/কেএম/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিউরোসাইন্স এলাকার ফার্মেসিতে র‍্যাবের অভিযান, চার দোকানকে জরিমানা
চীন যাচ্ছেন এনসিপির ৮ সদস্যের প্রতিনিধি দল
গেন্ডারিয়ায় ট্রান্সফরমার বিস্ফোরণ: একই পরিবারের তিনজন দগ্ধ, একজনের মৃত্যু
মিয়ানমারে পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির সাক্ষাৎ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা