এক ঘণ্টায় পাঁচ বুথে সাত ভোট!

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২১ মার্চ ২০২০, ১১:২৫ | প্রকাশিত : ২১ মার্চ ২০২০, ১১:২২

ঢাকা-১০ আসনের উপনির্বাচনে ধানমন্ডি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটারের উপস্থিতি অনেক কম।

শনিবার সকাল নয়টায় ভোট শুরু হলেও সকাল ১০টা পর্যন্ত এক ঘণ্টায় কেন্দ্রটির পাঁচটি বুথে ভোট পড়েছে মাত্র সাতটি। এসব বুথে মোট ভোটার ১৮০১ জন।

প্রিজাইডিং অফিসার মো. মনসুর আলী ঢাকাটাইমসকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকাল ১০টা পর্যন্ত এক ঘণ্টায় ৫৬ নং কেন্দ্রটির নারীদের পাঁচটি বুথে সাতটি ভোট পড়েছে। এর মধ্যে দুটি বুথে তিনটি করে এবং একটি বুথে একটি ভোট পড়েছে। অন্য দুটি বুথে একটিও ভোট পড়েনি।

ভোটার সংখ্যা কম হওয়ার কারণ কী এ বিষয়ে জানতে চাইলে মনসুর আলী বলেন, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে মানুষ কেন্দ্র আসতে ভয় পাচ্ছে। এজন্য ভোটার উপস্থিতি কম। তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়তে পারে বলে আশাবাদী তিনি।

এর আগে সকাল নয়টায় ঢাকা-১০ আসনটিতে উপনির্বাচন শুরু হয়। চলবে বিকাল পাঁচটা পর্যন্ত।

ঢাকার এই আসনটিতে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয়জন প্রার্থী। তারা হলেন আওয়ামী লীগের মো. শফিউল ইসলাম ‘নৌকা, বিএনপির শেখ রবিউল আলম ‘ধানের শীর্ষ’, জাতীয় পার্টির হাজি মো. শাহজাহান ‘লাঙল’, বাংলাদেশ কংগ্রেসের মিজানুর রহমান চৌধুরী ‘ডাব’, বাংলাদেশ মুসলিম লীগের নবাব খাজা আলী হাসান আসকারী ‘হারিকেন’ ও প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) আব্দুর রহীম ‘বাঘ’ প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

ঢাকাটাইমস/২১মার্চ/জেআর/এমআর

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

পরিবেশ সংরক্ষণ সংক্রান্ত বিষয়সমূহ পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হচ্ছে: পরিবেশমন্ত্রী

উপজেলা নির্বাচন পর্যবেক্ষণে ইসির মনিটরিং টিম

বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে: এডিবির আবাসিক প্রধান

থাইল্যান্ড সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করবেন শিক্ষামন্ত্রী

উপজেলা নির্বাচনে প্রতি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সশস্ত্র সদস্য থাকবে: স্বরাষ্ট্রসচিব

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজন মানসম্মত তথ্য ও সমন্বিত উদ্যোগ

তীব্র গরমে ট্রেনযাত্রীদের শরবত দিলো রেলওয়ে

​​​​​​​দলীয় ও সরকারপ্রধানের নির্দেশনা অমান্য করায় বিস্মিত ইসি আহসান হাবিব

ফের কমলো সোনার দাম

এই বিভাগের সব খবর

শিরোনাম :