করোনা রোধে সাউথ এশিয়ান ল’ ইয়ার্স ফোরামের আহ্বান

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ মার্চ ২০২০, ২১:৪৬
অ- অ+

করোনাভাইরাস বিস্তার প্রতিরোধে আইনজীবীদের স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করার আহ্বান জানিয়েছেন সাউথ এশিয়ান ল’ ইয়ার্স ফোরামের (সাল্ফ) প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট শেখ সালাহউদ্দিন আহমেদ এবং সেক্রেটারি ও ডেপুটি এটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান।

সোমবার এক বিজ্ঞপ্তিতে তারা এ আহ্বান জানান। এছাড়া আইনজীবীদের জনসম্পকৃক্ত কর্মসূচি এড়িয়ে চলার পরামর্শ দেন।

কোন অপশক্তি যেন করোনা নিয়ে গুজব ছড়াতে না পারে সে বিষয়ে আইনজীবীদের সতর্ক থাকার নির্দেশ দেন সাউথ এশিয়ান ল’ ইয়ার্স ফোরামের প্রেসিডেন্ট ও সেক্রেটারি।

নেতৃদ্বয় বলেন, করোনাভাইরাস যেহেতু ছোঁয়াচে, তাই এ ব্যাপারে প্রত্যেকের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত। বিদেশফেরত ব্যক্তিরা অবশ্যই ১৪ দিন বাড়িতে অবস্থান করুন। জ্বর-সর্দি আছে এমন ব্যক্তির কাছ থেকে নিরাপদ দূরত্বে অবস্থান করুন। মাস্ক ব্যবহার করুন। যতটা সম্ভব গণপরিবহন এড়িয়ে চলুন, জনসমাগমে যাবেন না, বারবার সাবান দিয়ে হাত ধুয়ে ফেলবেন, স্যানিটাইজার ব্যবহার করবেন। একজন মানুষ নিজের অজান্তেই প্রাণঘাতি করোনাভাইরাসের শিকারে পরিণত হতে পারেন, কাজেই সচেতনতা বৃদ্ধিসহ সবার, বিশেষ করে শিশুদের বিড়াল, কবুতর, কুকুর ইত্যাদি পোষা প্রাণির সংস্পর্শ থেকে দূরে রাখুন।

(ঢাকাটাইমস/২৩মার্চ/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যবিরোধী ও এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার
বাংলামোটরে এনসিপির জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল বিস্ফোরণ
তাড়াশে সম্পত্তি লিখে নিয়ে বাবা-মাকে বাড়িছাড়ার অভিযোগ
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা