৪ হাজার পরিবারকে খাদ্য দিল বাহাউদ্দিন নাছিম ফাউন্ডেশন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩১ মার্চ ২০২০, ১৯:৫৬
অ- অ+

করোনাভাইরাসের কারণে মাদারীপুর জেলায় কর্মহীন হয়ে পড়া দরিদ্র, অসহায় ও দিনমজুর চার হাজার পরিবারের মাঝে বাহাউদ্দিন নাছিম ফাউন্ডেশনের পক্ষ থেকে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দিনভর মাদারীপুর পৌরসভার মেয়র, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. খালিদ হোসেন ইয়াদের সার্বিক তত্ত্বাবধানে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। পরে আরও ২ হাজার গরিব মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে বলেও জানা যায়।

করোনাভাইরাস মোকাবেলায় ইতিপূর্বে মাদারীপুর সদর ও কালকিনি উপজেলায় ছয় হাজার হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক দেয়া হয়েছে। পর্যায়ক্রমে জেলার বিভিন্ন উপজেলাও দেয়া হবে। ফাউন্ডেশনের নির্দিষ্ট একটি কক্ষ ল্যাব হিসেবে ব্যবহার করে প্রায় পঞ্চাশ হাজার স্যানিটাইজার তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন ফাউন্ডেশনটির প্রতিষ্ঠাতা ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

তিনি বলেন, ‘করোনাভাইরাসের মহামারিতে বিশ্ব থমকে গেছে। এতে অর্থনীতির ওপর চাপ পড়েছে। এর প্রভাব পড়েছে নিম্ন আয়ের দরিদ্র মানুষের ওপরও। তাদের আয় বন্ধ হয়ে গেছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন।‘

ব্যক্তি উদ্যোগের পর এখন ফাউন্ডেশনের মাধ্যমে দরিদ্রদের সহযোগিতা করছেন জানিয়ে তিনি বলেন, ‘এর আগে আমি ব্যক্তিগত উদ্যোগে আমার সামর্থ্য অনুযায়ী দরিদ্র মানুষকে সহযোগিতা করেছি। এখন ফাউন্ডেশনের পক্ষ থেকে গরিব মানুষদের সহায়তা দেয়া হচ্ছে, পর্যায়ক্রমে আরও দেয়া হবে।‘

সমাজের বিত্তবানদের দরিদ্র মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বাহাউদ্দিন নাছিম বলেন, ‘আমরা রাজনীতি করি গণমানুষের জন্য। তাই তারা যখন বিপদে পড়েছেন, সংকটে পড়েছেন রাজনীতিবিদ হিসাবে তাদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য মনে করি। এই সংকটে বিত্তবানদের দরিদ্র মানুষদের সহযোগিতা করার জন আহ্বান করছি।‘

এ সময় অন্যদের মধ্যে মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু কাজল কৃষ্ণ দে, জেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান নাঈম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত) বায়জিদ আহমেদ হাওলাদার সহ সকল সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ঢাকাটাইমস/৩১মার্চ/কারই/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘ধামাকা শপিং’-এর চেয়ারম্যান এম আলীকে ধরে থানায় দিল জনতা
তারেক রহমানকে শরণখোলা বিএনপির নেতাদের চিঠি, কাউন্সিলে আঞ্জুমান আরার প্রার্থীতা বাতিলের দাবি
সনাতনী জনগণের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দিলেন কাজী আলাউদ্দিন
বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমেই দেশ পুনর্গঠন করতে হবে: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা