জয়পুরহাটে কর্মহীন দরিদ্রদের পাশে বিএনপি নেতা শামসুল

জয়পুরহাট প্রতিনধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ এপ্রিল ২০২০, ২২:৩৩
অ- অ+

করোনাভাইরাসের প্রভাবে জয়পুরহাটে কর্মহীন হয়ে পড়া খেঁটে খাওয়া দরিদ্র মানুষের মাঝে বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছেন জেলা বিএনপির সহসভাপতি অধ্যক্ষ শামসুল হক।

শনিবার বিকালে পৌর শহরের সরদারপাড়ায় এসব খাদ্য সামগ্রী (চাল, আটা, ডাল, তেল, সাবান) বিতরণ করা হয়। কর্মহীন দরিদ্র মানুষের মধ্যে এসব সামগ্রী তুলে দেন জেলা বিএনপির সহসভাপতি অধ্যক্ষ শামসুল হক।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি আমিনুল ইসলাম বুকল, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রধান, গোলজার হোসেন, আইনবিষক সম্পাদক মিজানুর রহমান, জেলা যুবদলের প্রচার সম্পাদক মঞ্জুরে মওলা পলাশ, জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ প্রধান, সাধারণ সম্পাদক মোক্তাদুল হক আদনান।

খাদ্য সামগ্রী বিতরণের সময় অধ্যক্ষ শামসুল হক বলেন, করোনাভাইরাসের কারণে দেশ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। দেশের সাধারণ মানুষের দিন কাটছে অনাহারে অর্ধাহারে। সেই বিবেচনায় ব্যক্তিগত অর্থায়নে ক্ষুধার্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করতে পেরে আনন্দ বোধ করছি।

তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমি এই কার্যক্রম হাতে নিয়েছি। কয়েক দিন ধরেই পৌর শহরের বিভিন্ন এলাকায় দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রীসহ স্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন সামগ্রী বিতরণ করে যাচ্ছি।

(ঢাকাটাইমস/৪এপ্রিল/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘ধামাকা শপিং’-এর চেয়ারম্যান এম আলীকে ধরে থানায় দিল জনতা
তারেক রহমানকে শরণখোলা বিএনপির নেতাদের চিঠি, কাউন্সিলে আঞ্জুমান আরার প্রার্থীতা বাতিলের দাবি
সনাতনী জনগণের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দিলেন কাজী আলাউদ্দিন
বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমেই দেশ পুনর্গঠন করতে হবে: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা