আমির-রিয়াজ আমাদের ফাঁকি দিয়েছে: ওয়াকার ইউনুস

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ এপ্রিল ২০২০, ১০:৪৪
অ- অ+

মোহাম্মদ আমির ও ওয়াহাব রিয়াজ পাকিস্তান টেস্ট দলকে বিদায় বলে তাদেরকে ফাঁকি দিয়েছেন বলে মনে করেন বোলিং কোচ ওয়াকার ইউনুস। সীমিত ওভারের ক্রিকেটের প্রতি নজর দিতে টেস্ট থেকে অবসর নিয়েছেন আমির, আর ‘অনির্দিষ্টকালের বিরতি’ নিয়েছেন রিয়াজ।

ওয়াকারের মতে, তাদের প্রতি ক্ষোভ না থাকলেও ভুল সময়ে তারা চলে গেছেন। ‘ক্রিকেটারদের খেলা না খেলা তাদের পছন্দের ব্যাপার’ উল্লেখ করে ওয়াকার বলেছেন, ‘এসব ব্যাপারে একটি প্রক্রিয়া থাকা উচিৎ।’

পিসিবি আয়োজিত এক ভিডিও কনফারেন্সে ওয়াকার বলেছেন, ‘অস্ট্রেলিয়া সিরিজের ঠিক আগ দিয়ে তারা আমাদের ফাঁকি দিয়েছে, এরপর আমাদের হাতে তরুণদের নেওয়া ছাড়া অপশন ছিল না কোনও। আমাদের এই ম্যানেজমেন্ট নতুন তখন, তরুণদের নিয়ে এরপর সেখানে গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা।’

মিসবাহ-উল-হক এ ব্যাপারে আগে বলেছে, ‘অবশ্যই কে খেলবে কে খেলবে না সেটা আমাদের নিয়ন্ত্রণে নেই, তবে আমাদের যাতে জানা থাকে, এমন একটা প্রক্রিয়া থাকা উচিৎ। ক্রিকেটাররা শেষ মুহুর্তে দল ছেড়ে চলে যাবে, এটা কখনোই হওয়া উচিৎ নয়। কাউকে না জানিয়ে এমন করা বা ব্যাক-আপের জন্য পর্যাপ্ত সময় না দিয়ে চলে যাওয়াও ঠিক নয়।’

আমির-রিয়াজের অবসরের পর অস্ট্রেলিয়া সফরে তরুণ পেস আক্রমণ নিয়ে গিয়েছিল পাকিস্তান। ইমরান খান, নাসিম শাহ এবং শাহিন আফ্রিদি খেলেছিলেন প্রথম টেস্ট, দ্বিতীয় টেস্টে ইমরাসহ খেলেছিলেন মোহাম্মদ আব্বাস ও মোহাম্মদ মুসা। পাকিস্তান দুই টেস্টেই হেরেছিল ইনিংস ব্যবধানে।

অবশ্য আমির-রিয়াজ থাকলে ফল খুব বদলাতো, তেমন মনে করেন না ওয়াকার, ‘এমন নয় যে তারা থাকলে আমরা অস্ট্রেলিয়ায় জিততাম, তবে এর চেয়ে ভাল করতে পারতাম। এখন আমাদের বেঞ্চ শক্ত হচ্ছে, এবং এগিয়ে যেতে সমস্যা নেই। আমি জানি, আপনারাও জানেন, বিশ্বজুড়ে অনেক লিগ আছে, এবং তারা মাত্র চার ওভার বোলিং করে টাকা নিয়ে আরামে থাকতে চায়, যা দেশের ক্ষতি করে।’

করোনাভাইরাস সঙ্কটে সব থমকে না দাঁড়ালে ৬ এপ্রিল হতো পাকিস্তান-বাংলাদেশ দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন। অবশ্য ওয়াকার বলছেন, আর এক-দুই মাসের মতো এমন থাকলেও তাতে খুব একটা সমস্যা হবে না ক্রিকেটারদের। তবে রমজান ও ঈদের পর ঝামেলা শুরু হতে পারে। আপাতত ক্রিকেটারদের ফিট থাকার পরামর্শ দিয়েছে পিসিবি, আর ওয়াকার এ সময়টা কাজে লাগাতে বলেছেন তাদের।

(ঢাকাটাইমস/০৮ এপ্রিল/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকাসহ দেশের ৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
আজ পবিত্র আশুরা শোক ও ত্যাগের মহিমাময় দিন
‘ধামাকা শপিং’-এর চেয়ারম্যান এম আলীকে ধরে থানায় দিল জনতা
তারেক রহমানকে শরণখোলা বিএনপির নেতাদের চিঠি, কাউন্সিলে আঞ্জুমান আরার প্রার্থীতা বাতিলের দাবি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা